বরিশাল অফিস : বরিশাল নগরীর কাশীপুরে মসজিদের স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় মুসুল্লিরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে । শুক্রবার জুমাবাদ নগরীর ২৯ নং ওয়ার্ডের ইছাকাঠি এলাকার কাশিপুর বাজারে ঢাকা-বরিশাল মহাসড়কে এলাকাবাসী ও মসজিদের মুসুল্লীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান এবং একই সাথে মসজিদের স্থাপনায় হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিকভাবে বয়কটের ঘোষনা দেন।
মুয়াজ বিন জাবাল (রাঃ) ওয়াজেদিয়া জামে মসজিদ(কাশিপুর বাজার) কমিটি’র দপ্তর সম্পাদক শাহ-ই-আলম(জহির) জানান- পার্শ্ববর্তী অলি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা আহমেদ সম্পা মসজিদের একটি স্টল ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত ভাড়া পরিশোধ করছে না। বর্তমানে তার কাছে ৭৯ হাজার ৯০০ টাকা ভাড়া বকেয়া রয়েছে। মসজিদ কমিটি ভাড়া চাইতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করে এবং স্টল টি নিজেদের দাবি করে। গত ২৭ মে মসজিদের স্টলের সংস্কার কাজ চলাকালীন আফসানা আহমেদ সম্পা ও তার অনুসারী মাসুম সহ কিছু লোক মসজিদের সংস্কারকৃত স্টলের দেওয়াল ভেঙ্গে ফেলে। স্থানীয় লোকজন বারবার নিষেধ করা সত্ত্বেও সে কোন কর্ণপাত না করায় বরিশাল এয়ারপোর্ট থানার ওসিকে মুসুল্লিরা মোবাইলে জানান। পরে থানা থেকে পুলিশ এসে তাকে বারণ করা সত্ত্বেও সে কোন কথা না শোনায় মা-মেয়েকে থানায় নিয়ে যায় পুলিশ। মসজিদ কমিটি অভিযোগ না দেয়ায় সর্তক করে মা-মেয়েকে রাতে ছেড়ে দেয় পুলিশ।
এর আগেও আফসানা আহমেদ সম্পা মসজিদের ছানি ইমাম হাফেজ নুরে আলমের সাথে খারাপ ব্যবহার ও মিথ্যা শ্লীলতাহানির মিথ্যা মামলা করে, যা আদালতে চলমান আছে।তিনি আরো জানান- বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের ইছাকাঠি এলাকার মৃত অলিউদ্দিন আহমেদের মেয়ে আফসানা আহমেদ সম্পা বিভিন্ন সময় মুসুল্লিদের সাথে খারাপ ভাষায় গালিগালাজ মামলা দিয়ে হয়রানীর হুমকি দিয়ে আসছে।তার একের পর এক মিথ্যা মামলা, হয়রানির প্রতিবাদে গতকাল শুক্রবার জুমাবাদ সাধারণ মুসুল্লি ও স্থানীয়রা আফসানা আহমেদ সম্পা ও তার সহযোগীদের বিরুদ্ধে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত