ভূমি সহকারী কর্মকর্তা জহিরুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর দাবি


বরিশাল অফিস : ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত বরিশালের বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার দাবি জানিয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার (২৮ মে) বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে এ আবেদন করেন তিনি।
আবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি রহমতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জহিরুল ইসলামের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় প্রত্রিকায় সংবাদও প্রকাশ হয়েছে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী এম মাসুদ হাওলাদার তাকে দায়িত্ব থেকে অপসারণসহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর জন্য বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছেন।
এদিকে তহশিদারের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ায় ইমেজ সংকটে পড়েছে বরিশালের ভূমি অফিসগুলো। অন্যদিকে জানা যায়, জহিরুল ইসলাম মাত্র কয়েকদিন হলো রহমতপুর ইউনিয়ন ভুমি অফিসে যোগদান করেছেন। এর আগে তিনি বরিশাল সদর ভূমি অফিসে কর্মরত ছিলেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।