রাজশাহীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মানববন্ধন


ইত্তেহাদ নিউজ,রাজশাহী : বাবাকে আমি আট বছর ধরে দেখিনি। চলতে ফিরতে একাকিত্বের সময়ে আমার বাবা এসে বলেন, ‘আমাকে এখনো বের করলি না? আমাকে বের কর।’ আমি রাতে ঘুমাতে পারি না, স্বপ্নে বারবার এসে বাবা ডাকে, আমাকে খুঁজে নিয়ে আসবি না? আমি এই ধরনের স্বপ্নই দেখি।
এ হৃদয়বিদারক কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর। আট বছর আগে গুম হয়েছেন সাইফুল ইসলাম সাগরের বাবা।শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
এ মানববন্ধনের আয়োজন করা হয় ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ’ উদযাপন উপলক্ষে। মানববন্ধনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা চোখের জলে তাদের মনের কথা প্রকাশ করেন। তারা বলেন, ‘আমাদের বাবা বা স্বামী জীবিত না মৃত-আমরা জানি না। আমরা পিতৃহারা নাকি বিধবা- সেটার নিশ্চিত উত্তর চাই।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর রাজশাহী সমন্বয়ক ও সাংবাদিক মঈন উদ্দিন মানববন্ধনে সংগঠনের পক্ষে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো- গুমের শিকার ব্যক্তিরা যারা এখনো ফেরত আসেননি, তাদের ভাগ্যে কী ঘটেছে, তা জনগণকে জানানো; যেসব ব্যক্তি গুম হয়েছেন এবং ফিরে আসেননি, তাদের পরিবার যেন তাদের ব্যাংক হিসাব পরিচালনা, সম্পত্তি বিক্রি ও ভোগ করতে পারেন- সেই আইনি সুযোগ দেওয়া; গুমের পর যেসব ব্যক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের কারও কারও সন্ধান পাওয়া গেছে। এখনো কেউ সেখানে আছেন কি না-তা জানতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করা।এছাড়া গুমের পর যারা ফেরত এসেছেন, তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এমনকি নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এসব মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া এবং গুমে জড়িত সবাইকে আইনের আওতায় এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানানো হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।