অনলাইন ডেস্ক : বিভিন্ন দুর্নীতির অভিযোগে আজ রাজধানীসহ দেশের তিনটি স্থানে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
আজ দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দুদক জানায়, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযানের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদের জন্য বিবেচনা করা হচ্ছে।
পাশাপাশি অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে, যা পর্যালোচনার পর কমিশনের নিকট বিস্তারিত প্রতিবেদন পেশ করা হবে।
এদিকে, মাদারীপুর সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আইসিইউ ইউনিট ও সিটি স্ক্যান মেশিন অকেজো হয়ে পড়ে থাকা, ৩০ লাখ টাকার জেনারেটর তেলের বিল উত্তোলন করে আত্মসাৎ এবং সেবাদান কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, ২০২৩ সালে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ও নার্স থাকা সত্ত্বেও আইসিইউ ইউনিটটি এখনো চালু করা হয়নি। সিটি স্ক্যান মেশিনের বেড প্রায় একমাস ধরে নষ্ট। তৎকালীন প্রধান সহকারী ২৬ লাখ টাকার জেনারেটর তেলের বিল উত্তোলন করলেও সংশ্লিষ্ট বিল বা ভাউচার প্রদর্শন করতে ব্যর্থ হন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে বলে টিম উল্লেখ করে। এ বিষয়ে সংগৃহীত তথ্য কমিশনের নিকট প্রতিবেদন আকারে দাখিল করা হবে।
এছাড়া, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের সাগরদীঘী বিটের আওতাধীন বন বিভাগের জমি লিজ নিয়ে সরকারি রাজস্ব জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে দুদক, জেলা কার্যালয়, টাঙ্গাইল হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি ২ নম্বর খতিয়ানভুক্ত জমি দখলের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। একইসঙ্গে বন বিভাগের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন না করেও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তির পর বিস্তারিত বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত