অনলাইন ডেস্ক : বরিশাল জেলা ও মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। এ কমিটির বিরুদ্ধে দলের চারটি পক্ষ সক্রিয়। তারা সব কর্মসূচি পৃথকভাবে পালন করে। বিষয়টি নিয়ে জেলা ও মহানগর নেতারা প্রকাশ্যে কথা না বললেও শুক্রবার যৌথ বিবৃতি দিয়েছেন। সেখানে বিরোধিতাকারীদের ‘কুচক্রী মহল’ আখ্যা দেওয়া হয়।
এদিকে কমিটির বাইরে গিয়ে কর্মসূচি পালনকারীদের ‘কুচক্রী মহল’ আখ্যা দলের বিরোধ নতুন করে তেতে উঠেছে। শব্দটি নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন কমিটির বাইরে থাকা নেতারা। যদিও ওই বিবৃতিতে কারও নাম উল্লেখ করা হয়নি।
শুক্রবার রাতে জেলা (দক্ষিণ) এবং মহানগর আহ্বায়ক ও সদস্য সচিবদের দেওয়া যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘একটি কুচক্রী মহল বিভিন্ন সময়ে জেলা ও মহানগর বিএনপির মধ্যে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। এসব থেকে বিরত না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় বিবৃতিতে। এতে স্বাক্ষর করেন মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলার (দক্ষিণ) আহ্বায়ক আবুল ও সদস্য সচিব আবুল কালাম শাহীন।
মহানগর ও জেলা কমিটির সঙ্গে বিপরীত মেরুতে থাকা গ্রুপগুলোর নেতৃত্বে আছেন কেন্দ্রীয় উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, মহানগরের সাবেক সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম, জেলার সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন ও মহানগরের জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
সরোয়ারপন্থি হিসেবে পরিচিত মহানগরের সাবেক সহসভাপতি মহসিন মন্টু বিবৃতির নিন্দা জানিয়ে বলেন, বিবৃতিদাতারা রাজনৈতিক ভাষার ব্যবহার জানেন না। এ জন্য আমাদের কুচক্রী মহল বলেছেন।
সাবেক সদস্য সচিব মীর জাহিদ বলেন, ‘আমরা ছাত্রদল থেকে বিএনপি হয়েছি। বিবৃতিদাতা চারজনের তিনজনেই অন্য দল থেকে এসেছেন। তিনি আরও বলেন, কর্মসূচিতে আমাদের ডাকা হয় না। তাই ভিন্নভাবে কর্মসূচি পালন করেছি।
বিবৃতি দেওয়ার কারণ প্রসঙ্গে মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, মহানগর ও জেলার বৈধ কমিটি রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো কর্মসূচি কমিটির অধীনে হবে। কমিটি উপেক্ষা করে বরিশাল বিএনপির নাম ব্যবহারকারীরা দলে বিশৃঙ্খলকারী। তাদের বিষয়ে কেন্দ্রে জানানো হবে।
জেলার সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, কেন্দ্র থেকে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের বাইরে গিয়ে দলীয় ব্যানার ব্যবহার সমীচীন নয়। যাদের পদ নেই, তারা কি করে ব্যানারে ‘বিএনপি জেলা ও মহানগর’ লিখে কর্মসূচি করেন? কর্মীরা এসব ঘটনায় বিভ্রান্তিতে পড়ছে। জেলা ও মহানগর বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারেম্যানকে এসব বিষয়ে জানানো হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত