মোহাম্মদপুরে গরু ছিনতাইয়ে নেমেছেন ফ্যাসিস্টের দোষর সাবেক কাউন্সিলর সেন্টু


ইত্তেহাদ নিউজ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে গরুর খামার থেকে অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে ফ্যাসিস্টের অন্যতম দোষর সাবেক মেয়র তাপস ও আতিকুল ইসলামের অন্যতম সহযোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু ও তার সন্ত্রাসীরা।
গরু ছিনিয়ে নেওয়া সময় খামার মালিককে মারধর করলে আশপাশে লোকজন ছুটে আসলে সেন্টুর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভূক্তভোগী খামারীর মালিক খন্দকার আনিসুর রহমান মোহাম্মদপুর থানা,র্যাব-২ ও মোহাম্মদপুরের আওতাধীন সেনাবাহিনীর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বুধবার (৪ জুন) দুপুর সাড়ে ৩টায় মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী খন্দকার আনিসুর রহমান জানান, আমি বসিলা ৪০ ফিট এলাকায় দুপুরে গরু বিক্রী করার জন্য গরুর খামারে বসে ছিলাম। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের হত্যা মামলার অন্যতম আসামি তার দলবল নিয়ে বিকেল সাড়ে তিনটায় গরুর খামারে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেস্টা করে।
এতে আমি বাঁধা দিলে আমার কলার ধরে মারতে মারতে তার বাগান বাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং আমি আমার খামার ব্যবসা কি ভাবে করি তা দেখে নিবে বলে আমাকে প্রান নাশের হুমকি দেয়। এ সময় আমাকে মেরে রক্তাক্ত করে অস্ত্র দেখিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলে।আমি এ ঘটনায় সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, এ ঘটনায় ভূক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।