সংবাদ মধ্যপ্রাচ্য

ইরানে ভয়াবহ আগুনে ১০টি জাহাজ পুড়ে ছাই

fire engulfs 10 vessels 684ab5cf4e723
print news

অনলাইন ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বাণিজ্যিক জাহাজ পুড়ে ছাই হয়েছে।

ইরানী বার্তা সংস্থা মেহের জানিয়েছে, হরমুজগানের পারসিয়ান কাউন্টির বুস্তানো গ্রামে জাওয়াদ আল-আইম্মাহ ঘাটে বৃহস্পতিবার সকালের দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়।

পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে ১০টি বাণিজ্যিক জাহাজ পুড়ে যায়। ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও দমকল বাহিনী ব্যাপকভাবে তৎপরতা চালাচ্ছে।

হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মেহরদাদ হাসান-জাদে জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

তিনি জানান, পার্শ্ববর্তী ফারস ও বুশেহার প্রদেশ থেকে দমকল ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। লামার্দ ও আসালুয়েহ শহর থেকে দমকল যান, বুশেহার ও শাহিদ রাজায়ী বন্দরের অগ্নিনির্বাপক নৌকা এবং বস্তাক, বন্দর লেঙ্গেহ ও পারসিয়ানের স্থানীয় উদ্ধারকারী দলগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

হাসান-জাদে আরও বলেন, আগুন যেন আরও না ছড়িয়ে পড়ে সেজন্য প্রদেশের সব রকমের লজিস্টিক ও জরুরি সক্ষমতা কাজে লাগানো হয়েছে।

তবে কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে উল্লেখ করেন তিনি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.