বরিশাল অফিস : বরিশাল বাস মালিক সমিতির বিরুদ্ধে বরিশাল-আগৈলঝাড়া ভায়া খুলনা রুটে গত এক মাস ধরে বাস চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই রুট দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজারো যাত্রী ভোগান্তির মুখে পড়েছে।
আগৈলঝাড়া-খুলনা রুটে চলাচলকারী পরিবহন মালিকদের সূত্রে জানা গেছে, গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চালু হওয়ার পর থেকে রুটটি ব্যবহার করে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, ভোলার যাত্রীরা কম সময়ে গোপালগঞ্জ, খুলনা ও যশোরে যাতায়াত করত। এই রুটে বিআরটিসি, চাকলাদার, সেভেন ডিলাক্স, সেভেন স্টারসহ কমপক্ষে ১২টি পরিবহনের বাস যাত্রীসেবা দিয়ে আসছিল। গত এক মাস ধরে সড়কটি দিয়ে কোনো পরিবহন যেতে দেওয়া হচ্ছে না।
রাজিব পরিবহনের সুপারভাইজার সাগর হোসেন জানান, আগৈলঝাড়া ভায়া গোপালগঞ্জ সড়ক দিয়ে খুলনা-যশোরগামী যাত্রীরা স্বল্প সময়ে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারত। গত এক মাস ধরে এই সড়ক বন্ধ করে দিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির লোকজন। এতে কোনো পরিবহন এই রুট ব্যবহার করে যেতে পারছে না। ফলে টেকেরহাট হয়ে খুলনা-যশোরে যেতে হচ্ছে তাদের। এতে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর সময় ও ভোগান্তি দুটোই বেড়েছে।
একাধিক যাত্রী অভিযোগ করেন, মালিক সমিতির খামখেয়ালিপনা ও হটকারী সিদ্ধান্তের কারণে তাঁদের এমন ভোগান্তি হচ্ছে।সেভেন ডিলাক্স পরিবহনের মালিক ওবায়দুল হক বলেন, ‘২০০৯ সাল থেকে বরিশাল ভায়া গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ সড়ক দিয়ে তাঁর বাসসহ একাধিক পরিবহনের বাস চলাচল করে আসছে। এত দিন কোনো সমস্যা না হলেও গত এক মাস ধরে এই রুটে সব পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির লোকেরা। এ নিয়ে একাধিকবার মালিক সমিতির সঙ্গে দেনদরবার করেও সুরাহা পাচ্ছি না।এ বিষয়ে বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, লোকাল যাত্রী পরিবহন করার দায়ে রুটটি বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল বিআরটিএর বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান বলেন, রুট বন্ধ করার ক্ষমতা বাস মালিক সমিতির নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত