ভারতে বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনায় বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়া ওই বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। গুজরাটের সাবেক এ মুখ্যমন্ত্রী বিমানটির বিজনেস ক্লাসের জন্য নিজের চেক-ইন সম্পন্ন করেন।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জোন ওয়ান থেকে বিমানে তার বোর্ডিংয়ের সময় ছিল দুপুর ১২ টা ১০ মিনিট। তার আসন নাম্বার ছিল ২ডি। তবে দুর্ঘটনায় তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজয় রুপানির ঘনিষ্ঠ প্রশান্ত ভালা আনন্দবাজারকে জানিয়েছেন, তিনি বিজয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। ওই বিমানে লন্ডনে যাওয়ার কথা ছিল তার। যাত্রীদের বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসেও উঠেছিলেন বিজয়। তবে তিনি বিমানে উঠেছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে জানা গেছে, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। তাদের সবার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই মেঘানীনগরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এ সময় এতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবন্দর এলাকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি, তবে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। এয়ার ইন্ডিয়া বলেছে, দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে এবং যথাসময়ে আরও তথ্য জানানো হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।