ইত্তেহাদ নিউজ,গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাঝবাড়ি ও বংকুরা গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জনের মতো আহত হয়েছেন। ব্যবসায়িক টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
জানা গেছে, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙ্গারি ব্যবসা করার জন্য টাকা নেয়। সেই টাকা সময় মতো না দেওয়ায় ফারুক হোসেন মাঝবাড়ি গ্রামের তার শ্বশুর আলিনুর দাড়িয়াকে জানায়। আলিনুর দাড়িয়া লোকজন নিয়ে রিয়াজুল শেখের কাছে টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শুক্রবার সকালে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র, ইট-পাটকেল নিয়ে একে অপরকে হামলা করে। এতে পারভেজ শেখ, মানিক শেখ, সাদ্দাম শেখ, শাকিল খান, ফয়সাল শেখ, আবু সাঈদ শেখ, সজীব শেখ, রনি শেখ, দাঁড়িয়া সোহেল সুলতান, আফ্রিদি সেক, মোস্তফা শেখ, নুরুন্নবী, আমানুল্লাহ আহত হন।
গুরুতর আহতদের গোপালগঞ্জ ও কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুপক্ষের অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে।
কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত