ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তুরস্ক প্রেসিডেন্ট


অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসলামি দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা উচিত এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোর ঐক্য ও সমন্বয় থাকলে ইসরায়েলের ষড়যন্ত্র ব্যর্থ করা সম্ভব। সাধারণ নাগরিক, বিজ্ঞানী, সরকারি কর্মকর্তা ও সামরিক কর্মীদের হত্যা করে ইসরায়েল আবারও প্রমাণ করেছে যে, তারা মানবাধিকার কিংবা আন্তর্জাতিক আইনকে কোনো মূল্য দেয় না।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ইরানের জনগণ ও সরকারের প্রতি সমর্থন ও সংহতি জানানোর জন্য ধন্যবাদ জানান পেজেশকিয়ান।
আইআরএনএ’র তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানান এবং ইরানের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, নেতানিয়াহু এই অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলতে চায়।
এরদোয়ান আরও বলেন, ইরানের পরমাণু ইস্যু নিয়ে কূটনৈতিক সমাধানের পক্ষে রয়েছে তুরস্ক।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।