রাজনীতি

জুলাইয়ে দেশে ফিরতে পারেন তারেক রহমানের

tarek rahman 20250615134442
print news

অনলাইন ডেস্ক : লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন এখন দলের অভ্যন্তরে জোরালো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলের নেতাকর্মীদের প্রত্যাশা জুলাইয়ের শেষ দিকেই বাংলাদেশে ফিরতে পারেন তারেক রহমান।

দীর্ঘদিন ধরে তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো এখন নিষ্পত্তির পথে। বিএনপির দাবি, পাঁচটি মামলায় সাজা এবং শতাধিক মামলা থাকলেও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সব মামলায় তিনি খালাস পেয়েছেন। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও স্পষ্ট করে বলেছেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক, দেশে ফেরার ক্ষেত্রে তার কোনো আইনগত বাধা নেই।

দলের শীর্ষস্থানীয় নেতারা বলছেন, তারেক রহমান আগামী তিন মাসের মধ্যেই দেশে ফিরবেন। কেউ কেউ জানিয়েছেন, তিনি জুলাইয়ের শেষ সপ্তাহে ফিরবেন। ইতোমধ্যে গুলশানের ফিরোজা ভবনের পাশে তার রাজনৈতিক কার্যক্রমের জন্য একটি বাসভবনও প্রস্তুত করা হয়েছে। কারণ তার ফেরার পর খালেদা জিয়ার বিশ্রামে বিঘ্ন না ঘটাতে তিনি সেখানে না উঠে নতুন বাসায় অবস্থান করবেন।

চলতি বছরের ৬ মে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে এসেছিলেন। শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কয়েক দিন থাকার পর ফিরে যান লন্ডনে। অনেকেই এটিকে তারেক রহমানের দেশে ফেরার পূর্বাভাস বা ‘পরীক্ষামূলক সফর’ হিসেবে দেখছেন। জুবাইদার সফরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা পরিস্থিতি দলের কাছে সন্তোষজনক মনে হয়েছে বলেও জানা গেছে।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত মিলছে। তার আগেই বিএনপিকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা, সমমনা দলগুলোর সঙ্গে সমন্বয় এবং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকসহ নানা গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিতে হবে। এসব বিষয় মাথায় রেখেই তারেক রহমান দেশে ফিরতে চলেছেন বলে জানিয়েছেন বিএনপির একাধিক শীর্ষ নেতা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকেই নিশ্চিত করেছেন- তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন বলতে পারি- তিনি শিগগিরই ফিরবেন, ইনশাল্লাহ।

২০০৭ সালের ৭ মার্চ ওয়ান-ইলেভেন সরকারের সময়ে গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং তারপর আর ফেরেননি। খালেদা জিয়ার সাজাপ্রাপ্ত হওয়ার পর ২০১৮ সালে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান।

বর্তমানে তার দেশে ফেরাকে কেন্দ্র করে দলের ভেতরে একটি উদ্দীপনা ও ঐক্যের আবহ তৈরি হয়েছে। বিএনপির নেতাদের বিশ্বাস, তারেক রহমানের উপস্থিতি দলের সাংগঠনিক শক্তি পুনর্গঠনে, নির্বাচনমুখী কার্যক্রমে এবং জোটগত সমন্বয়ে বড় ভূমিকা রাখবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.