ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি থেকে ১৬ জন সদস্যের সদস্যপদ বাতিল করা হয়েছে। সমিতির কার্যনির্বাহী পরিষদের ২২ এপ্রিল ২০২৫ তারিখের সভায় আলোচনা অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ১৫ জুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বহিষ্কৃত সদস্যরা হলেন-মো. মনজুর হোসেন, মো. আবদুল মান্নান রসুল, তপন কুমার রায় চৌধুরী, এম আলম খান কামাল, খান সাইফুল্লাহ পনির, মো. মাহাবুবুর রহমান তালুকদার, জি কে মোস্তাফিজুর রহমান, আ. স. ম. মোস্তাফিজুর রহমান (মনু), সঞ্জয় কুমার মিত্র, মো. আনোয়ার হোসেন হাওলাদার, মো. মোর্শেদ কামাল তালুকদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মো. আবুল বাশার এবং এস এম রুহুল আমিন রিজভী।
সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান এবং সভাপতি মো. শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত নোটিশে সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত জানানো হয় একই সঙ্গে পৃথক চিঠির মাধ্যমে বহিষ্কৃতদের প্রত্যেককে সিদ্ধান্তের বিষয়টি অবহিত করা হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরপরই আমরা ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করি। তদন্তে উঠে আসে বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনামলে সমিতির বহু সদস্যকে নিপীড়ন ও মারধরের শিকার হতে হয়েছে। তখনকার বার নির্বাচনেও অনেক প্রকৃত আইনজীবীকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ওই সময়ে যারা সরাসরি বা সহযোগী হিসেবে ওই দমনমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন, তাদের একটি তালিকা তৈরি করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং সমিতির গঠনতন্ত্র অনুসরণ করে বহিষ্কৃতদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া তালিকাভুক্ত অনেকেই নিয়মিতভাবে বার সমিতির মাসিক চাঁদা প্রদান করেন না এবং তারা দীর্ঘদিন ধরে আদালতে আইন পেশায় সক্রিয় নন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত