বরিশালের কাউনিয়ায় সাবেক ইমামের নারী কেলেংকারী ফাঁস!


বরিশাল অফিস : বরিশাল নগরীর কাউনিয়া দিঘীর পাড় জামে মসজিদের সাবেক ইমামের নারী কেলেংকারীর ঘটনা ফাঁস হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছে, কাউনিয়া দিঘীর পাড় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মাকসুদুর রহমানের পরকিয়া ফাঁস হওয়ায় তার প্রথম স্ত্রী চলে যান। পরে তিনি সেই প্রেমিকাকে বিয়ে করেন।
মাকসুদুর রহমান বললেন, আমার স্ত্রীর এ্যাফেয়ার ছিল। তাই তিনি চলে গেছেন। তার সাবেক স্ত্রী বলেছেন মাকসুদের চরিত্র ভালো না। এক এক করে অসংখ্য বিয়ে করেছে। পর নারী, বেগানা নারীদের সাথে সম্পর্কের কারনে চলে এসেছি। তিনি দুশ্চরিত্রের।
মসজিদের মুসুল্লীরা জানিয়েছেন, মাকসুদুর রহমানকে নারী কেলেংকারী, একাধিক নারীদের সাথে অবৈধ সম্পর্ক, মুসুল্লীদের নামে মামলা, মসজিদের দানবাক্সের টাকা আত্মসাৎ, ইসলামের আদর্শ অনুসরন না করা, মুসুল্লীদের মাঝে ফেৎনা সৃষ্টির অভিযোগে মসজিদের ইমামের পদ থেকে বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে মসজিদের অন্যতম দাতা ও মুসুল্লী ইঞ্জিনিয়ার শাহিন জানান, ওনার কেলেংকারী জানার পরেই ইমামের পদ থেকে মাকসুদকে বাদ দেয়া হয়েছে । এখন আবার শুনছি সে ফিরে আসার পায়তারা করছে। কমিটির অনুমোদন ছাড়া কিভাবে মাকসুদ হুজুর আসবে, তা আমার জানা নেই।
এ ব্যাপারে অভিযুক্ত মাকসুদুর রহমান বলেন, ঐ মসজিদ থেকে চলে আসার পরে ৩ -৪ জন ইমাম ছিলেন। ঐ মসজিদে যাওয়ার প্রশ্নই ওঠেনা। আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এজন্য আমার পক্ষে স্বাক্ষর সংগ্রহ করতেছি। আমার ১ম স্ত্রীর এ্যাফেয়ার ছিলো। তাই অন্য পুরুষের সাথে চলে গেছে। আমি দুটি বিয়ে করেছি। এছাড়া আমার ফার্ম্মেসীর ড্রাগ লাইসেন্স নাই, তবে আবেদন করেছি। দানবাক্সের টাকা আত্মসাতের প্রশ্নে নিরব থাকেন।
এ ব্যাপারে মসজিদের সভাপতি হারুন অর রশিদের নম্বর বন্ধ ও সম্পাদক মনির হোসেন তাবলীগ জামাতে থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।