ইত্তেহাদ নিউজ,পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মালবাড়ি খালের ওপর নির্মিত ব্রিজটি কয়লা বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে। এতে কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি খালের ওপর নির্মিত সেতুটি ধসে পড়ে। এ দুর্ঘটনা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লা নিয়ে একটি ট্রাক সেতুটি পার হওয়ার চেষ্টা করে। এ সময় অতিরিক্ত ভারে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। এরপর বিজ্রসহ ট্রাকটি খালের পানিতে পড়ে যায়।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই মালবাড়ি এলাকার বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ ব্রিজ দিয়ে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছিল না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও প্রয়োজনীয় সংস্কার করা হয়নি।
জানা যায়, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জরুরি নির্দেশনায় জনদুর্ভোগ লাঘবে ২০১২ সালে এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়।
দুর্ঘটনার ফলে ইন্দুরকানী থেকে মোড়েলগঞ্জ ও পিরোজপুরগামী গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত