বাংলাদেশ খুলনা

খুলনার সাবেক সংসদ সদস্য-মেয়রসহ ২৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

1750765833.nahid sarjis1 copy
print news

ইত্তেহাদ নিউজ,খুলনা :  ২০২৪ সালের ১৬ জুলাই খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে আওয়ামী লীগের ক্যাডার ও পুলিশ বাহিনীর মাধ্যমে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক সংসদ সদস্য, সাবেক পুলিশ কমিশনারসহ ২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) ভুক্তভোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এবং খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাপ্পির দায়েরকৃত মামলার আসামিরা হলেন- খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল, এসএম কামাল হোসেন, বেগম মুন্নুজান সুফিয়ান, সালাম মুর্শিদী, শেখ হেলাল, যুবলীগ নেতা ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, নারায়ণচন্দ্র চন্দ, আক্তারুজ্জামান বাবু, রাশীদুজ্জামান মোড়ল, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল সুজন, কেএমপি কমিশনার মোজাম্মেল হক, আরসি ফুডের ইকবাল বাহার চৌধুরী, উপ পুলিশ কমিশনার সোনালী সেন, এডিসি গোপিনাথ কানজিলাল, ডিবির নুরুজ্জামান, লবনচরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির, এস আই হাসান, এসআই সুমন মন্ডল, সোনাডাঙ্গা থানার সাবেক ওসি মমতাজ, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সাইফ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এডিডি (সাবেক সাংসদ আমির হোসেন আমুর সাবেক পিএস) জহিরুল ইসলাম জাহাঙ্গীর, মুজগুন্নি আবাসিক এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে জগলুল কাদের।

অভিযোগ পত্রে বাদি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই মাসের শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনে একত্বতা ঘোষণা করি ও খুলনায় আন্দোলন সংগঠিত করি। আন্দোলন সংগঠিত করার জন্য আমি ৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পাই। আমি মেসবাহ উদ্দিনকে সাথে নিয়ে আন্দোলনে অংশ নিতে রওনা হই। খুলনার সোনাডাঙ্গা থানা এলাকা থেকে পূর্বঘোষিত সড়ক ও রেল অবরোধ কর্মসূচিতে অংশ নিতে নতুন রাস্তার মোড়ের উদ্দেশ্যে ইজিবাইকে করে যাত্রা করলে সোনাডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে পৌঁছানো মাত্রই অজ্ঞাত মুখোশধারী আওয়ামী লীগ নেতা ও পুলিশবাহিনীর সমন্বয়ে ১০-২৫ জন ইজিবাইক গতিরোধ করে। টেনে হিঁচড়ে আমাকে ইজিবাইক থেকে নামিয়ে নেয়। আমার সাথে থাকা মেসবাহ উদ্দিন ও ইজিবাইক চালক ইদ্রীসসহ কয়েকজন আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসলে আসামিরা দেশিয় অস্ত্র প্রদর্শন করে। এবং কয়েক সেকেন্ডের মধ্যে আমার হাত পা চোখ মুখ বেঁধে ফেলে। আমি চিৎকার করতে যাতে না পারি সেজন্য আমার মুখের মধ্যে কাপড় দিয়ে রাখে। দীর্ঘ ১২ ঘণ্টার বেশি সময় ধরে আমার চোখ ও হাত বেঁধে রাখা হয়। আমাকে প্রাইভেটকারে উঠিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অন্ধকার ঘরে আটকে রাখে। আন্দোলন বন্ধ করতে চাপ দেয়। আমি রাজি না হলে আমাকে নির্যাতন করে। আমি হাত পা বাঁধা অবস্থায় পানি থেকে চাইলে আমাকে গালাগালি করে। তারা আমাকে পরে আবার গাড়িতে করে আড়ংঘটা বাইপাস মোড়ের একটা সামনে ফাঁকা বাগানে হাত পা বাঁধা অবস্থায় রেখে যায়। সেখান থেকে এলাকাবাসী আমাকে উদ্ধার করে।

অভিযোগকারী সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, শেখ হাসিনার শাসনামলে জুলাই অভ্যুত্থান দমনের জন্য যারা আমাকে তুলে নিয়ে নির্যাতন করেছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে৷ ভবিষ্যতে ন্যায্য দাবিতে রাজপথে নামলে আর কাউকে যেন আমার মতো গুম হতে না হয় আমি এর নিশ্চয়তা চাই। তাছাড়া তখন এমন অনেকেই ছিল যাদের আমি চিনতে পারিনি, মাস্ক পরা বা মুখ বাধা অনেকেই ছিল। অনেকেই থাকতে পারে যারা সরাসরি না থেকেও আন্দোলন দমনের জন্য গুমের ঘটনা ঘটাতে সহযোগিতা করতে পারে। তদন্ত সংস্থার কাছে অনুরোধ থাকবে, জড়িতদের খুঁজে বের করুন। আমি অভিযুক্তদের সর্বোচ্চ দাবি করছি৷

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.