বাংলাদেশ ঢাকা

দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই

1753875685 e06d061a77a7bde916b8a91163029d41
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা : দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গাজীপুরে সফররত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আজ বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।।  তিনি গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পেশাগত কাজে এসে দুপুর ১১টার দিকে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে পাশের একটি প্রাইভেট হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাহউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক রিমন মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর কন্যা উর্মি বিদেশে অধ্যয়নরত। সাংবাদিক রিমন দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক সংবাদ, দৈনিক মানবজমিন, দৈনিক বাংলাবাজার পত্রিকাসহ বিভিন্ন সংবাদপত্রে দীর্ঘ দিন যাবত সাহসিকতার সহিত সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি সর্বশেষ টানা প্রায় নয় বছর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চীফ ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সিনিয়র সহসভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বিএসসি) প্রধান উপদেষ্টা।

অনুসন্ধানী সাংবাদিকতায় তিনি ছিলেন এক পথিকৃৎ ও অনন্য প্রতিভার অধিকারী। চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কারসহ সাংবাদিকতায় অসাধারণ অবদানের জন্য তিনি পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার।

গত ১৪ এপ্রিল থেকে দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব নেন। সেই সুবাধে ইদানিং গাজীপুরেও তাঁর নিয়মিত যাতায়াত ছিলো। বাংলাদেশ প্রতিদিনে যোগদানের পর থেকে এ পর্যন্ত সপরিবারে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে তিনি বসবাস করতেন। আজ বুধবার সন্ধ্যায় তাঁর লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে প্রথমে বসুন্ধরায় বাসায় নিয়ে যাওয়া হয়। পরদিন ঢাকায় জানাযা হওয়ার পর গ্রামের বাড়ি মানিকগঞ্জে ঘিওর থানার জাবরা পীরবাড়িতে নিয়ে দাফনের কথা রয়েছে। তাঁর একমাত্র কন্যা ঊর্মী অট্টোলিয়ায় অধ্যয়নরত রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আসার কথা রয়েছে।
এদিকে এই সাহসি কলম সৈনিকের মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার তাঁর মৃত্যুর খর শোনে গাজীপুরের সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার এবং বাংলাভূমি’র পরিবারবর্গ, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মো. মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিআরইউ, ক্র্যাবসহ দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.