মিডিয়া

সাংবাদিকতার বাতিঘর, প্রিয় শিক্ষক সাঈদুর রহমান রিমন

IMG 20250730 WA0013 600x337 1
print news

শেখ মাহবুব আলম: সাংবাদিকতার বাতিঘর, প্রিয় শিক্ষক সাঈদুর রহমান রিমন স্যার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

৩০ জুলাই ২০২৫, বুধবার বিকেল ৩টায় গাজীপুর সফরে থাকাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দেশের খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক, প্রশিক্ষক ও সংগঠক সাঈদুর রহমান রিমন। দ্রুত তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিকতা ও মানবাধিকার চর্চায় নিবেদিতপ্রাণ এই মানুষটি ছিলেন—

বাংলাদেশ প্রতিদিনের অভিজ্ঞ ক্রাইম রিপোর্টার

দৈনিক দেশ বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক

দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক

অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ কেন্দ্র (IICJ)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক

জাতীয় পর্যায়ে সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ে একাধিক সম্মাননায় ভূষিত

স্যার শুধু একজন দক্ষ সাংবাদিক ছিলেন না—তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান, এক অনুপ্রেরণার নাম। আমি সৌভাগ্যবান যে, তাঁরই সম্পাদনায় প্রকাশিত দৈনিক দেশ বাংলা-তে খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। পরবর্তীতে তাঁর আরেক মহৎ উদ্যোগ দৈনিক বাংলা ভূমি-তেও একই দায়িত্ব পালন করছি। তিনি আমার শিক্ষক ছিলেন, তেমনি ছিলেন আমার পেশাগত জীবনের আলোকবর্তিকা ও অভিভাবক। স্যারের অকালপ্রয়াণে আমি আজ শোকস্তব্ধ ও হৃদয়ের গভীরে শূন্যতা অনুভব করছি।

আমি আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন প্রিয় স্যারকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শত শত শিষ্যকে এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। স্যার, আপনার শিক্ষা, আদর্শ ও পথনির্দেশনা আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে।

ভালোবাসা, শ্রদ্ধা ও অশ্রুসিক্ত হৃদয়ে বিদায়…

শেখ মাহবুব আলম

সাবেক খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান, দৈনিক দেশ বাংলা

বর্তমান খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান, দৈনিক বাংলা ভূমি

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.