ঝালকাঠিতে ১৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৯ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৭ কেজি ইলিশ মাছ এবং ১টি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় নদীতে নৌকা ও জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। পরে জব্দকৃত জাল সুগন্ধা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।