বরগুনায় নাশকতার অভিযোগে বিএনপি’র ৩ নেতা গ্রেফতার ছাড়িয়ে নিতে আওয়ামী লীগ নেতার তদবীর


ইবরাহীম সোহেল, বরগুনা: বরগুনায় বিএনপি’র ডাকা অবরোধের তৃতীয় দিনে বৃহস্পতিবার (২ নভেম্বর) বরগুনায় একটি মালবাহী চলন্ত মিনি ট্রাক থামিয়ে ভাংচুর এবং পেট্রল ঢেলে আগুন দেয়ার ঘটনায় বরগুনায় রাতে আমিনুল ইসলাম নাবিল (২৪) নামের এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় বরগুনা থানার এসআই হেলাল খান বাদী হয়ে মামলা দায়েরের পর থেকে পুলিশ সন্দেহজনক ভাবে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেন। রাত ১০ টার দিকে ছাত্রদল কর্মী নাবিলকে গ্রেফতারের পর তাকে ছেড়ে দেবার জন্য আওয়ামী লীগের একজন আইনজীবী নেতা, ওসি ও পুলিশ সুপারকে একাধিকবার মোবাইল করে ছেড়ে দেয়ার অনুরোধ করেন বলে জানাগেছে। বিষয়টি স্থনীয় সংসদ সদস্যকে অবহিত করা হলে আইনজীবী ঐ নেতা আর তদবির করেনি।
এবিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, তদবিরকারী ঐ আইনজীবী নেতার নাম প্রকাশ না করে বলেন,আইনশৃঙ্খলা পরিসস্থিতি নিয়ন্ত্রন রাখতে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করার পর তাদেরকে ছাড়িয়ে নিতে আওয়ামী লীগ নেতাদের তদবীর বিব্রতিকর। একই দিনে নাশকতার প্রস্তুতির অভিযোগে রাতে পাথরঘাটার কালমেঘা ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আঃ রহিম ওরফে মনির(৩৮) এবং কাকচিড়া ইউনিয়ন ছাত্রদল পলাশ ফকিরকে গ্রেফতার করেছে পাথরঘাটা পুলিশ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।