খুলনা বাংলাদেশ

খুলনায় সরকারি খাদ্যশস্য আত্মসাৎ: পরিবহন ঠিকাদার কারাগারে

image 186376 1560244237
print news

খুলনা ব্যুরো :  খুলনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সঙ্গে নিয়ম বহির্ভূত চুক্তি ও প্রায় ৩ কোটি টাকার সরকারি খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে পরিবহন ঠিকাদার মেসার্স রহিম এন্ড সন্স হ্যান্ডলিংয়ের মালিক আব্দুর রহিম লস্করকে কারাগারে পাঠিয়েছেন আাদালত। গত বুধবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবলিক প্রসিকিউটর এডভোকেট খন্দকার মজিবর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে, গত মঙ্গলবার রাতে আব্দুর রহিমকে পিরোজপুর থেকে গ্রেপ্তার করা হয়। এডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, বিআইডব্লিউটিসি’র নিজস্ব পরিবহন ঠিকাদার থাকলেও অবৈধ চুক্তির মাধ্যমে ঠিকাদার আব্দুর রহিম লস্করকে পণ্য পরিবহনের কাজ দেয়া হয়। পণ্য পরিবহণকালে ৬১৮ মেট্রিক টন খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ২০০৩ সালের ১৮ই জানুয়ারি খুলনা থানায় মামলা করেন তৎকালীন জেলা দুনীতি দমন ব্যুরো’র পরিদর্শক রীনা আক্তার। মামলায় বিআইডব্লিউটিসি’র সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ চৌধুরী, সাবেক মহাব্যবস্থাপক (বাণিজ্য) মাজহারুল হক ও ঠিকাদার আব্দুর রহিম লস্করসহ ৫ জনকে আসামি করা হয়। ১৯৯৫ সালের ১লা এপ্রিল থেকে ১৯৯৬ সালে ৩১শে মার্চ পর্যন্ত পরিবহনের সময় এসব খাদ্যশস্য আত্মসাৎ করা হয়।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *