বাংলাদেশ রাজশাহী

ধুনটে হরতাল অবরোধে মিনি যানবাহনে ভাড়া প্রায় দ্বিগুন

1699581144115
print news

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) : চলছে বিএনপি জামাতের দফায় দফায় হরতাল অবরোধ কর্মসুচী। এই সুযোগে বগুড়ার ধুনটে ভাড়া নৈরাজ্য করে যাত্রীদের পকেট ফাঁকা করে যাচ্ছে বিভিন্ন যানবাহনের চালকরা। যার মধ্যে প্রথম সারির যানবাহন হিসেবে সিএনজিতে চলছে নৈরাজ্যের মহোৎসব। আগের তুলনায় যাত্রীদের থেকে ভাড়া নেয়া হচ্ছে ঢের বেশি। দেখার কেউ নেই বলে বেড়েই চলছে নৈরাজ্যের দৌরাত্ব। সম্প্রতি উপজেলার বিভিন্ন স্ট্যান্ডে সরজমিনে দেখা যায়, আগে ধুনট হতে বগুড়ার ভাড়া ছিলো ৭০ থেকে ৮০ টাকা, বর্তমানে হরতাল অবরোধকে পুজি করে সেটা বাড়িয়ে ১০০ থেকে ১২০ টাকা নেওয়া হচ্ছে। সোনাহাটা বাজার হতে বগুড়ায় ভাড়া ছিল ৫০ টাকা, এখন সেটা বাড়িয়ে নেয়া ৮০ থেকে ১০০ টাকা, গোসাইবাড়ি হতে বগুড়ার ভাড়া ছিল ৯০ টাকা বর্তমানে হয়েছে ১২০ টাকা থেকে ১৫০ টাকা, ধুনট হতে শেরপুর আগের ভাড়া ছিল ৪০ টাকা, সেটা প্রায় দ্বিগুণ করে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা নিচ্ছে চালকগন। ধুনট স্ট্যান্ডে গিয়ে প্রতিবেদকের সাথে কথা হয় রাবেয়া নামে এক স্কুল শিক্ষিকার সাথে। তিনি বলেন, আমি একজন নারী, দেশে হরতাল অবরোধ চলছে। বাস চলাচল বন্ধ থাকার কারনে কর্মের তাগিদে প্রতিদিন ধুনট হতে সিএনজিতেই বাধ্য হয়ে বগুড়ায় যেতে হয়। আমি আগেও বিশেষ কারনে মাঝে মধ্যে সিএনজিতে বগুড়ায় যাতায়াত করতাম। তখন ভাড়া দিতে হতো ৭০ টাকা কিন্তু এখন ১০০ টাকার নিচে গাড়িতেই উঠতে দেয় না। তাদের কথা গেলে যান, না গেলে বাসে যান। ভাড়া কম হবে না। শহিদুল ইসলাম নামের এক চাকুরীজিবী বলেন, প্রতিদিন সকালে ধুনট হতে বগুড়ায় কাজে যেতে হয়। আমি ছোট একটি কোম্পানিতে চাকরি করি। আমার সামান্য আয়ে চলে আমার ৪ সদস্যের পরিবার। আমি যা বেতন পাই তা দিয়ে কোন রকমে সংসার চালে। কিন্তু বর্তমানে অবরোধের কারণে সিএনজি ভাড়া বেড়ে যাওয়ায় আগামী মাসে কিভাবে সংসার চালাবে তা নিয়ে খুব চিন্তায় আছি। হাসেম রেজা নামের এক সিএনজি চালক জানান, অবরোধের কারনে যাত্রী খুব একটা হয়না। যেখানে বগুড়া ৪ বার যেতাম সেখানে ১ থেকে ২বার যেতে হয়। ভাড়া একটু বেশি না নিলে আমাদের পরিবার গুলো সমস্যায় পড়বে। মাথার উপর কিস্তির দেনা রয়েছে। কিছু করার নেই সবই সাময়িক পরিস্থিতির শিকার।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *