ফুলবাড়ীতে মোটরসাইকেলে ইয়াবা পাচারকালে আটক-দুই


আব্দুর রাজ্জাক রাজ , ফুলবাড়ী,কুড়িগ্রাম :কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে মোটরসাইকেলে বিশেষ কায়দায় ইয়াবা পাচারকালে ২০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।পুলিশ জানায়,মোটরসাইকেলে বিশেষ কায়দায় ইয়াবা পাচারহচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ নভেম্বর)বিকেল চারটায় ফুলবাড়ী সদর ইউনিয়নের ব্রাক মোড় সংলগ্ন ব্রিজের উপর একটি গ্ল্যামার মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের আলিম মিয়ার ছেলে লিমন মিয়া (২৬)ও ফুলবাড়ী ইউনিয়নের চান্দের বাজার এলাকার ইউনুস আলীর ছেলে মতিউর রহমান(২৩)।ফুলবাড়ী থানার ওসি তদন্ত নাজমুস সাকিব জানান, গ্রেফতারকৃত ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news