বিনোদন

অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা!

image 39755 1700158735
print news

দেশের ছোট পর্দা আর অভিনেত্রী তানজিন তিশা। বুধবার(১৫ নভেম্বর) রাতে ঘুমের ঔষধ সেবন করে হাসপাতালে ভর্তি হন তিনি।বিষয়টি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তিশার ঘনিষ্ঠসূত্রের বরাতে জানা যায়, আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে বিষয়টি মিথ্যা বলে দাবি করেন এ অভিনেত্রী।তিনি জানান, আত্মহত্যা নয় ফুড পয়জনিং হয়েছিল তার। যার ফলে খারাপ লাগছিল এবং তিনি ঘুমের ঔষধ সেবন করেন। পরবর্তীতে এটার পার্শ্বপ্রতিক্রিয়ায় বমি হয় এবং তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।এ অভিনেত্রী আরও বলেন, আত্মহত্যা করার মতো মেয়ে নন তিনি। এছাড়াও আরও কিছু বিষয়সহ সব কিছু তিনি সংবাদ সম্মেলন করে জানাবেন বলেন তিনি। তার আগেই তিশা তার ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে আসেন।আত্মহত্যার বিষয়ে তিশা বলেন, আত্মহত্যাটা কি আসলে? যেখানে কিছুদিন আগে আমি একটি বক্তব্য দিয়েছি যে আত্মহত্যা কোনো কিছুর সমাধান হতে পারে না। সেখানে আমি কেন আত্মহত্যা করব? বাবা মারা গেছে দুই বছর হয়নি। তারপর থেকে আমি শক্ত ভাবে জীবন যাপন করছি। বাবা আমাকে শক্তিশালী মেয়ে বানিয়ে পৃথিবী থেকে চলে গেছে।লাইভের এক পর্যায়ে এ অভিনেত্রী আরও বলেন, তার ফেসবুক বুধবার হ্যাক হয়েছিল। তিনি শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ ছিলেন। একই দিন রাতে তিনি কিছু ঔষধের সঙ্গে ঘুমের ঔষধ সেবন করেন।ঘুমানোর জন্য বেশি পরিমাণে ঘুমের ঔষধ সেবন করেন উল্লেখ করে তিশা আরও বলেন, যে ঘুমের ঔষধ আমি নিয়েছি সেটার পাওয়ার বেশি ছিল যেটা আমার প্রেসক্রিপশনে ছিল না। তারপর আমার খারাপ লাগে এবং আমি বমি করি। তারপর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেই। এদিকে নিউজ হয় আমি নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছি। যেটা সত্যি নয়।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *