বরিশাল বাংলাদেশ রাজনীতি

বরিশাল সদর -৫ আসনে কে পাবেন নৌকা

barisal 5
print news

মামুনুর রশীদ নোমানী ,বরিশাল : বরিশাল সদর -৫ আসনে কে পাবেন নৌকা। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অনেকেই। এত দিন আলোচনায় ছিলেন বর্তমান এমপি কর্নেল অব.জাহিদ ফারুক শামিম,মশিউর রহমান খান ও সাদিক আব্দুল্লাহ। জাহাঙ্গীর কবির নানকের মনোনয়নপত্র সংগ্রহ করার পর হিসেব নিকেশ পাল্টে গেছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে এই আসন নিয়ে চলছে নানা ঝল্পনা-কল্পনা। দিন যত যাচ্ছে তত বাড়ছে এই আসনে চমক।

 নানক, নাকি সাদিক আবদুল্লাহ, নাকি জাহিদ ফারুক ,নাকি মশিউর রহমান খান :

ব‌রিশাল সি‌টি নির্বাচনের দা‌য়িত্ব পান নানক। তখন থে‌কেই রাজনী‌তি‌তে গুঞ্জন চল‌ছিল নানক ব‌রিশা‌ল সদর আস‌নে দলীয় ম‌নোনয়ন পে‌তে পা‌রেন। রাজনী‌তি‌বিদ‌দের ধারনা প্রধানমন্ত্রীর আশ্বা‌সের ভি‌ত্তি‌তেই নানক দলীয় ম‌নোনয়ন সংগ্রহ ক‌রে‌ছেন। রোববার সাদিক আবদুল্লাহর পক্ষে বরিশাল নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসাইন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে অনেক আগে থেকেই গুঞ্জন ছিল, তিনি নির্বাচনে দাঁড়াবেন। এর আগে গত জুনে বরিশাল সিটি নির্বাচনে সাদিক আবদুল্লাহকে বাদ দিয়ে তাঁর চাচা ও নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দেয় দল। সাদিক আবদুল্লাহর সমর্থক নেতা-কর্মীরা মনে করেন, আবুল খায়েরের দলীয় মনোনয়ন পাওয়া থেকে শুরু করে নির্বাচনে তাঁকে বিজয়ী করার পেছনে মুখ্য ভূমিকা পালন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। যদিও জাহিদ ফারুক ও সাদিক আবদুল্লাহর মধ্যে বিরোধ অনেক পুরোনো। জাহিদ ফারুক জেলা আওয়ামী লীগের সহসভাপতি। অন্যদিকে সাদিক আবদুল্লাহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মেয়র পদে মনোনয়ন না পাওয়ায় সাদিক আবদুল্লাহর রাজনৈতিক প্রভাব হুমকির মুখে পড়ে। অবস্থান ধরে রাখতে তিনি সদর আসনের মনোনয়নপ্রত্যাশী হিসেবে দাঁড়িয়েছেন।দলীয় সূত্র জানায়, জাহিদ ফারুকের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার তৎপরতা শুরু হয় গত ঈদুল আজহার পর। ঈদের দিন রাতে হঠাৎ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে ভূরিভোজের আয়োজন করেন সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। সাদিক আবদুল্লাহসহ মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা সেখানে যোগ দিলেও আমন্ত্রণ পাননি জাহিদ ফারুক ও নবনির্বাচিত মেয়র খায়ের আবদুল্লাহ। দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিটি নির্বাচনে মনোনয়নবঞ্চিত হওয়ার পর থেকে বরিশালে বেশ কিছুদিন ছিলেন না সাদিক আবদুল্লাহ। প্রায় আড়াই মাস পর গত ২২ জুন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে নিয়ে বরিশালে ফেরেন তিনি। তাঁর নেতৃত্বে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরে বিশাল শোভাযাত্রা হয়। সেই আয়োজনে নবনির্বাচিত মেয়র খায়ের আবদুল্লাহ ও তাঁর সমর্থক নেতা-কর্মীদের দেখা যায়নি। এরপর ঈদুল আজহার নামাজ শেষে চাচা খায়ের আবদুল্লাহর সঙ্গে কোলাকুলি করলেও সেখানে উপস্থিত প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেননি সাদিক। এ অবস্থায় জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র খায়ের আবদুল্লাহ সদর আসনে আবার জাহিদ ফারুককে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। ওই সভায় জাহিদই প্রধান অতিথি ছিলেন। তাঁরা দুজন ঐক্যবদ্ধভাবে বরিশালের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জাহিদ ফারুকের অনুসারীরা আশাবাদী, এবারও এই আসনে তিনিই মনোনয়ন পাবেন। কারণ, গত পাঁচ বছরে এলাকায় তাঁর কোনো বদনাম নেই। দুর্নীতি-অনিয়মেও তাঁর নাম আসেনি।মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আফজালুল করিম বলেন, ‘বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ নেই। তিনি সজ্জন ব্যক্তি। দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই জনকল্যাণ হয়, এমন ব্যক্তিকে মনোনয়ন দেবেন। গত সিটি নির্বাচনে আমরা এর প্রমাণ পেয়েছি। সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, এখানে যিনি নৌকা পাবেন, তাঁর পক্ষে দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলীয় বিভেদ প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সিটি নির্বাচনেই তো প্রভাব পড়েনি। আমরা ঐক্যবদ্ধভাবে নৌকার জয় নিশ্চিত করতে কাজ করেছি। ভবিষ্যতেও প্রভাব পড়বে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল সিটির সদ্য বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ। এর মধ্য দিয়ে সাদিক আবদুল্লাহ এবার মনোনয়নযুদ্ধে অবতীর্ণ হলেন বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সঙ্গে। ঢাকা-১৩ আসন থেকে পরপর দুইবা‌র এমপি নির্বাচিত হলেও এবার বরিশাল-৫ আসনের মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর ক‌বির নানক। এদি‌কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে বরিশাল-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিটি করপোরেশনের সদ্যবিদায়ি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এই আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক সেনা সদস্য জাহিদ ফারুক শামীম। তিনিও মনোনয়নপত্র কিনেছেন। ঢাকা-১৩ আসনে দলীয় ম‌নোনয়ন পে‌তে নানক মাঠ চ‌ষে বেড়া‌চ্ছি‌লেন। সেই সংবাদ বি‌ভিন্ন গণমাধ‌্যমে উঠে এসেছিল। তার আগেই ব‌রিশাল সি‌টি নির্বাচনের দা‌য়িত্ব পান নানক। তখন থে‌কেই রাজনী‌তি‌তে গুঞ্জন চল‌ছিল নানক ব‌রিশা‌ল সদর আস‌নে দলীয় ম‌নোনয়ন পে‌তে পা‌রেন। রাজনী‌তি‌বিদ‌দের ধারনা প্রধানমন্ত্রীর আশ্বা‌সের ভি‌ত্তি‌তেই নানক দলীয় ম‌নোনয়ন সংগ্রহ ক‌রে‌ছেন। অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ফরমটি সংগ্রহ করেননি, তাই তিনি জানেনও না। আর এ নিয়ে কেউ তার সঙ্গে যোগাযোগও করেনি। নানকের পৈতৃক নিবাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে। নগরীর বটতলা-সংলগ্ন ক্ষিরোদ মুখার্জী লেনের বাড়িতে তাঁর বেড়ে ওঠা। তিনি আশির দশকে বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। একই সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্ব নিয়ে বরিশাল ত্যাগ করেন তিনি।এর পর তিনি বরিশালের স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হননি। জেলার কোনো আসন থেকে কখনও মনোনয়ন চাননি। এর আগে নির্বাচন করেছেন ঢাকা-১৩ আসনে। ওই আসনের এমপিও ছিলেন তিনি। নানক ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, পছন্দের দুটি আসনের একটিতে তাঁকে প্রার্থী হিসেবে রাখতে পারে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার অপেক্ষায় নেতাকর্মীরা।

বরিশাল-৫ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ,  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর ক‌বির নানক,বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মাহবুব উদ্দিন আহমদ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য  এসএম জাকির হোসেন, সালাউদ্দিন রিপন, মোহাম্মদ আরিফ হোসেন, মো. মশিউর রহমান খান ও মোর্শেদা বেগম।

বরিশাল বিভাগের ২১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে গত তিন দিনে ২৪১ জন নেতা ফরম সংগ্রহ করেছে।  বরিশালের ছয়টি আসনে প্রার্থী হওয়ার দৌড়ে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৫ জন নেতা। এরমধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বরিশাল-২ আসনে। এ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নেমেছেন ১৫ জন। সবচেয়ে কম ফরম সংগ্রহ হয়েছে বরিশাল-১ আসনে। এ আসনে একমাত্র আবুল হাসানাত আব্দুল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছেলে মঈন আব্দুল্লাহ ও আশিক আব্দুল্লাহ।

বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মো. শাহে আলম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মো. মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র শীল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান, শের-ই বাংলা একে ফজলুল হকের নাতি একে ফাইয়াজুল হক, এম মোয়াজ্জেম হোসেন, মুহম্মদ আনিসুর রহমান, হাবিবুর রহমান খান, আব্দুল হাকিম সন্যামত, আব্দুর রাজ্জাক ও আ. হক।

বরিশাল-৩ আসনে ড. মোহাম্মদ আমিনুল হক কবির, মো. শাফায়েত হোসেন, মিজানুর রহমান ও আতিকুর রহমান, মোহাম্মদ সাইফুল আলম, আসাদুল হক, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, অব. সচিব সিরাজ উদ্দীন আহমেদ, কিবরিয়া গোলাম মোহাম্মদ, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, মো. জহিরউদ্দিন ও মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম খান মিঠু।

বরিশাল-৪ আসনে হেমায়েতউদ্দিন খান, আফজালুল করিম, শাম্মী আহমেদ, মেজর অব. নাসিরউদ্দিন খান, একাদশ সংসদের সদস্য পংকজ নাথ, মো. শাহে আলম, আরিফ বিন ইসলাম, মেজর অব. মহসিন শিকদার।

বরিশাল-৬ আসন থেকে বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, রাজিব আহম্মেদ তালুকদার, আব্দুল হাফিজ মল্লিক, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, শাহনাজ পারভীন রানী, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বরিশাল-২ আসনে। উজিরপুর-বানারীপাড়া আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১৫ জন।

Fortune Mizan en

ব্যতিক্রম ফরচুন মিজান :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ-মুলাদী (বরিশাল-৩) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাইছেন বিশিষ্ট শিল্পপতি ফরচুন কোম্পানির সত্ত্বাধিকারী মিজানুর রহমান। প্রাকপ্রস্তুতিস্বরুপ তিনি আ’লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহও করেছেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে মিজানুর রহমান ব্যতিক্রম চিন্তা করেছেন। স্বহস্তে কিংবা অনলাইনে মনোনয়ন জমা না করে তিনি রোবটকে ব্যবহার করতে চাইছেন।

পঙ্কজের আসনে নিলেন শাম্মী :
সংসদ সদস্য পঙ্কজ নাথের বরিশাল-৪ আসনে মনোনয়নপত্র কিনেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ। মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন রোববার দুই নেতার পক্ষে তাদের সমর্থকরা তা সংগ্রহ করেন বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার জানিয়েছেন।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *