নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি : “সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নলছিটিতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস -২০২৩ পালিত হয়েছে।এ উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুর ইসলামের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মোঃ মোস্তফা কামাল, ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, উপজেলা আ’লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম বাহার, সদস্য মল্লিক মনিরুজ্জামান, আবদুল কুদ্দুস তালুকদার, মাওলানা আঃ কুদ্দুস, প্রভাষক মল্লিক মনিরুজ্জান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news