শহিদ বুদ্ধিজীবী দিবসে ৭১’র চেতনা ববি শাখার মোমবাতি প্রজ্বলন


সাইফুল ,বরিশাল বিশ্ববিদ্যালয় : শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে ৭১’র চেতনা বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদি প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৭১’র চেতনার আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। মোমবাতি প্রজ্বলন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংগঠনের আহ্বায়ক বাকী বিল্লাহ বলেন, “আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙ্গালি জাতির জীবনে সবচেয়ে বড় কষ্টদায়ক দিন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করেছিলো জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের। দার্শনিক, প্রতিথযশা লেখক, কবি, সাহিত্যক, চিকিৎসক, শিক্ষক, বিজ্ঞানীদের কে রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী। জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে জড়িত পাকিস্তান সেনাবাহিনীকে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিচারের দাবি জানাচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড। পাকিস্তানকে অবিলম্বে গণহত্যার দায় স্বীকার করে জড়িত পাকিস্তান সেনাদের বিচার করতে হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news