বিনোদন

পরীমণিকে চাওয়া হচ্ছে ‘রাজা গোলাম’ সিনেমায়

Kazi Maruf
print news

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  প্রথম চলচ্চিত্র ‘ইতিহাস’ দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন নির্মাতা কাজী হায়াৎ পুত্র কাজী মারুফ। এরপর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই আমেরিকায় বসবাস করছেন মারুফ। চলচ্চিত্র থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে ব্যবসায় মন দিয়েছেন। নতুন খবর হল আবারও সিনেমায় নামছেন মারুফ। এই নায়ক ১০ বছর আগে ‘রাজা গোলাম’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর শেষ হয়নি। কাজী মারুফের প্রযোজনায় এই সিনেমার পরিচালক ছিলেন বিদ্যুৎ। এবার নতুন করে সিনেমার গানের রেকর্ডিং করা হয়েছে। পরিবর্তন হয়েছে গল্প ও পরিচালকের। এবার এটি নির্মাণ করবেন কাজী হায়াৎ। জানা গেছে, ‘রাজা গোলাম’ সিনেমায় নায়িকা হিসেবে পরীমণিকে চাওয়া হচ্ছে। এরই মধ্যে পরীর সঙ্গে কথা বলেছেন মারুফ। আসছে জানুয়ারির শেষের দিকে দেশে ফিরবেন তিনি। যদি সব ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি সিনেমার শুটিং শুরু করতে চান এই অভিনেতা।

এ ব্যাপারে তিনি বলেন, ‘রাজা গোলাম’ সিনেমাটি নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন। নিজের মতো করে গল্প তৈরি করেছিলাম। তখন কাজটি শেষ করতে পারিনি। এবার সব গুছিয়ে তবে শুটিং শুরু করব। তখন গান তৈরি করেছিলাম। তবে সময়ের চাহিদার কারণে নতুন করে গান করছি। গল্পেও কিছুটা পরিবর্তন এনেছি বাবাকে দিয়ে লিখিয়ে। দেশে ফিরেই পরীমণিকে চুক্তিবদ্ধ করব।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *