দীপিকাকে নকল? সোশ্যাল মিডিয়াতে পোস্ট কটাক্ষ নুসরাতের বিরুদ্ধে


দীপিকাকে নকল? সোশ্যাল মিডিয়াতে রিল পোস্ট করতেই কটাক্ষের বন্যা নুসরাতের বিরুদ্ধে ।সোশ্যাল মিডিয়াতে বহু তারকা প্রতিদিন বডি শেমিং এর শিকার হয়ে চলেছেন ।সোশ্যাল মিডিয়াতে বিদ্রুপের শিকার হননি এমন সেলিব্রিটির সংখ্যা খুবই কম। বিশেষত বাংলা ইন্ডাস্ট্রির সেলিব্রিটিদের বিরুদ্ধে প্রায়শই বিভিন্ন রকম মন্তব্য করতে শোনা যায় বাংলার দর্শকদেরই। এবারও তার অন্যথা হলো না। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো বুলিং এর শিকার হলেন নুসরাত জাহান। সোশ্যাল মিডিয়াতে তিনি বরাবরই বেশ সক্রিয়। সিনেমার জগতে অনেকটা উপস্থিতি কমলেও আগের তুলনায় সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছেন নুসরাত। কখনো রিল ভিডিও আবার কখনো ছবি পোস্ট করে সব সময় সোশ্যাল মিডিয়ার খবরে থাকেন তিনি। বিশেষত উৎসবের মরশুমে তাকে মাঝেমধ্যেই দেখা যায় বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে। তবে এই ছবি পোস্ট করতে গিয়েই এবারে তিনি বিদ্রুপের শিকার হলেন। এবার একটি ভিডিও শেয়ার করে কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে।সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি নতুন ভিডিও পোস্ট করতেই, নেট নাগরিকরা যেন একেবারে হইহই করে তেড়ে এলেন তাকে বিদ্রুপ করতে। তাদের অভিযোগ, নাকি দীপিকা পাড়ুকোন কে নকল করেছেন। ভাইরাল সংলাপ বলে ছোট্ট ক্লিপিং পোস্ট করতেই ট্রলের বন্যা নুসরাত এর বিরুদ্ধে। কেউ আবার প্রশ্ন তুললেন তার ঠোঁটের আকৃতি নিয়ে। আবার কেউ প্রশ্ন তুললেন অভিনয় দক্ষতা নিয়ে। সোশ্যাল মিডিয়া স্টারদের মাঝেমধ্যে এরকম মন্তব্যের শিকার হতে হয়। নুসরাত ও তার ব্যতিক্রম নয়। এই কারণে বিদ্রুপ কে তিনি খুব একটা গুরুত্ব দেন না এখন। তবে, তিনি গুরুত্ব দেন না বলেই যে নেট দুনিয়া তাকে ছেড়ে কথা বলবে সেরকমটা তো নয়।
নুসরাতের কমেন্ট বক্সে কেউ লিখছেন, বিশ্রী লাগছে, আবার কেউ লিখছেন, সার্জারি করানোর পর ঠোঁট একেবারে জঘন্য লাগছে। কেউ বলছেন, তিনি মহিমা অথবা দীপিকাকে কপি করছেন। আরেকজন নেট নাগরিকের প্রশ্ন, লিপটা এতটা ছোট করলেন কেন?, আরেকটু বড় করতে পারতেন। কেউ লিখলেন, ম্যাডাম চুরি করতে গিয়ে হাঁপিয়ে পড়েছেন, আবার কেউ বলছেন, দীপিকাকে নকল করতে গেলেও নূন্যতম যোগ্যতা লাগে। কটাক্ষের তালিকা থেকে বাদ পড়লেন না নুসরাতের স্বামী যশ দাশগুপ্তও। তাকে নিয়েও নানা মন্তব্য করলেন নেট নাগরিকরা।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news