মুকসুদপুরে বাস চাপায় এক বৃদ্ধার মৃত্যু


মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর নামক স্থানে বাস চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সাড়ে ১২ টায় ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় ঢাকাগামী ইমাদ পরিবহন দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দূর্ঘটনায় নিহত বৃদ্ধা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কুলাকুনা গ্রামের মৃত মোমিন কারিকরের স্ত্রী পাচি বেগম (৭০)।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news