মর্গে পড়ে থাকা পুতুলের মিলেছে পরিচয়


ঢাকা প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের মেঝেতে বিবর্ণ পুতুলের মতো পড়ে থাকা মৃত শিশুটির পরিচয় মিলেছে।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনে মা-বাবার সঙ্গে গিয়েছিল শিশুটি। আগুনে প্রাণ গেছে তিনজনেরই। শুক্রবার (১ মার্চ) রাতে শিশুটির মরদেহ শনাক্ত করেছেন তার নানা মুক্তার আলম হেলালি।জানা যায়, নিহত তিন বছরের শিশুটির নাম ফাইরুজ কাশেম জামিরা। মায়ের নাম মেহেরুন নিসা জাহান হেলালি (২৪) এবং বাবা শাহজালাল উদ্দিন (৩৪)।মেয়ে, জামাতা ও নাতনির মরদেহ শনাক্তের পর মুক্তার আলম হেলালি জানান, জামাতা শাহজালাল উদ্দিন সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। কেরানীগঞ্জের পানগাঁও কার্যালয়ে শুল্ক বিভাগে তিনি কর্মরত ছিলেন।স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করতেন রাজধানীর বসুন্ধরা রিভারভিউ এলাকায়। তিন দিনের ছুটিতে ওদের খাগড়াছড়ি বেড়াতে যাওয়ার কথা ছিল। মুঠোফোনে দীর্ঘ সময় ওদের খুঁজে না পেয়ে পরে হাসপাতালে যান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় বেইলি রোডের গ্রিন কজি কটেজ নামের আটতলা ভবনটিতে আগুন লাগে। এতে ৪৬ জন নিহত হয়েছে।১২ জন হাসপাতালে ভর্তি আছেন, তারাও শঙ্কামুক্ত নন। তবে অগ্নিকাণ্ডের পরপরই ভবন থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়