হানিমুন নয়, বিয়ের পর তীর্থক্ষেত্রে ছুটলেন রাকুল-জ্যাকি


ইত্তেহাদ অনলাইন ডেস্ক : বিয়ের পর যেখানে বিটাউনের সিংহভাগ সেলেবরা দেশের বাইরে মধুচন্দ্রিমার ট্রেন্ড সেট করেছেন, সেখানে নবদম্পতি রাকুলপ্রীত সিং, জ্যাকি ভাগনানি হাঁটলেন অন্যপথে। গোয়ায় জমজমাট বিয়ের পর, মুম্বাইয়ে সদ্য সুখের সংসার পেতেছেন রাকুল-জ্যাকি। কিন্তু হানিমুনে না গিয়ে তারকাদম্পতি ছুটলেন তীর্থক্ষেত্রে।
কোথায় গিয়েছেন? নবপরিণীতা রাকুলপ্রীতের ইনস্টা স্টোরিতেই মিলল সেই সন্ধান। পরিবার নিয়ে অমৃতসরের স্বর্ণমন্দিরে পূজা দিতে গিয়েছেন রাকুল-জ্যাকি। সেই আধ্যাত্মিক সফরের ঝলকই শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল হলুদ সালোয়ারে রাকুলকে এবং জ্যাকির পরনে লাল কুর্তা পাঞ্জাবি।সিনেমার নায়িকা বানানোর নামে অঙ্কিতাকে কুপ্রস্তাব, কী ঘটেছিল সেদিন? সিনেমার নায়িকা বানানোর নামে অঙ্কিতাকে কুপ্রস্তাব, কী ঘটেছিল সেদিন?
গত ২১ ফেব্রুয়ারি গোয়ায় সাত পাকে বাঁধা পড়েছেন রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানি। তারকাজুটির বিয়েতে হাজির ছিল বলিউডের একাংশ। আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু উপস্থিত থাকতে না পারায় দূর থেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এমনকী, নবদম্পতির জন্য অযোধ্যা থেকেও বিশেষ উপহার এসেছিল।
নবপরিণীতা রাকুলপ্রীত সিংয়ের শেয়ার করা প্রসাদী বাক্সের ছবিতে দেখা গেল, গেরুয়া রঙের বাক্সে রাখা রুপার কয়েন, তামার তৈরি রামমন্দিরের ছোট্ট রেপ্লিকা এবং প্রসাদ। ধন্যবাদ জানিয়ে রাকুলপ্রীত লিখেছিলেন, বিয়ের পরই অযোধ্যা থেকে পাঠানো প্রসাদ পেয়ে আশীর্বাদধন্য হলাম। দুজনের পথচলার শুরুতেই আধ্যাত্মিক অভিজ্ঞতা।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়