র্যাব মহাপরিচালক কর্তৃক বিশেষ সম্মাননা-সাহসিকতা”পদক পেলেন এসআই মেহেদী হাসান
                                
মাসুদ রানা, ইত্তেহাদ নিউজ,ঢাকা: দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা-নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে গঠিত চৌকস আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব)।র্যাব ফোর্সেসের সম্মানিত মহাপরিচালক ২০২৩ সালে অপারেশনাল (সাহসিকতা/বীরত্বপূর্ণ) ও প্রশাসনিক (সেবামূলক/প্রশংসনীয়) কাজের স্বীকৃতি স্বরুপ ৪৩ জন র্যাব সদস্যকে র্যাব মহাপরিচালকের বিশেষ সম্মাননা(সাহসিকতা) ও ৭৭ জন র্যাব সদস্যকে র্যাব মহাপরিচালকের বিশেষ সম্মাননা (সেবা) পদকে ভূষিত করেছেন।এছাড়াও মহাপরিচাক মহোদয় জঙ্গি, অস্ত্র, মাদক, আভিযানিক কার্যক্রম ও যানবাহন রক্ষণাবেক্ষণসহ সর্বমোট ৫টি ক্যাটাগরীতে যে সকল ব্যাটালিয়ন ভালো কাজ করেছে তাদেরকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করেন।র্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে ২০২৪ উপলক্ষে আভিযানিক কার্যক্রমে বীরত্বপূর্ন ভূমিকার স্বীকৃতিস্বরূপ র্যাব মহাপরিচালক কর্তৃক বিশেষ সম্মাননা-সাহসিকতা)পদক পেলেন বর্তমানে র্যাব-২ দায়িত্বরত এসআই “মেহেদী হাসান ।গাইবান্ধা জেলার কৃতি সন্তান মেহেদী হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ হতে ২০১৫ সালে অনার্স ও ২০১৬ সালে মাস্টার্স সম্পন্ন করেন।
২০১৮ সালে ৩৬ তম আউটসাইড ক্যাডেট এসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিতে প্রথম জয়েন করেন ডিএমপির আদাবর থানায়,এরপর শাহবাগ থানায় সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেই গত ২০২২ সালের জুলাই থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথা র্যাব-২ এ দায়িত্বরত আছেন এই সাহসি চৌকস পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান।
সম্মাননা পদক প্রাপ্তিতে অনুভুতি জানতে চাইলে তিনি বলেন সামগ্রিকভাবে ডিজি -সাহসিকতা পদক প্রাপ্তিতে অনুভূতি অনুপ্রেরণামূলক। এ ধরনের পদক প্রাপ্তি বা অনুপ্রেরণা কর্মস্পৃহাকে অনেক বাড়িয়ে দেয়।ন্যায় বিচারের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে র্যাব তথা বাংলাদেশ পুলিশের সুনাম যাতে আরো বেশি বাড়াতে পারি সবার কাছে সেই দোয়া চাইর্যাব সূত্রে জানা যায়, এই পদকের যোগ্য কর্মকর্তাদের বাছাই করতে র্যাব সদর দপ্তরে একটি কমিটি করা হয়।র্যাবের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী’তে কর্মকর্তাদের এই পদকে ভূষিত করেন র্যাব ডিজি ।এই পদক টি র্যাব তথা পুলিশের চাকরিতে খুবই বীরত্বপূর্ণ সম্মানজনক হিসেবে বিবেচিত।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
        
        


