বিনোদন

অপুর ইঙ্গিত

67990 opu
print news

দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ২০০৮ সালে মালা বদল করেছিলেন সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। যদিও বিয়ে ও সন্তান জন্মের খবর গোপন রেখেছিলেন তারা। এরপর হঠাৎ ২০১৭ সালে সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর বিভিন্ন অভিযোগে তিক্ত হয়ে ওঠে তাদের সংসার। তার মধ্যে ঢুকে পড়েন চিত্রনায়িকা শবনম বুবলী। হঠাৎ করেই শাকিব খানের ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ফ্যামিলি টাইম। এরপর অপু বিশ্বাস ক্ষোভে লাইভে এসে জানিয়ে দেন সবকিছু। অনেক জল ঘোলা হওয়ার পর ২০১৮ সালে তাদের ডিভোর্স হয়। এরপর বুবলীকে বিয়ে করেন শাকিব। এদিকে বর্তমানে বুবলীর সঙ্গে টানাপড়েন চলছে নায়কের।

আর অপু বিশ্বাসের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে দানা বেঁধেছে জল্পনা।

তাদের বিচ্ছেদ হয়েছে কয়েক বছর হলো। তবে এখন তারা সময় পেলেই তাদের ছেলে আব্রাম খান জয়কে নিয়ে সময় কাটাচ্ছেন। ক’দিন আগেই তিনজন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ঘুরে এসেছেন। এদিকে গুঞ্জন চাউর হয়েছে, ফের নাকি এক হচ্ছেন তারা। যদিও এটা নিয়ে মুখ খোলেননি শাকিব। তবে অপু বিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে সম্পর্কের নতুন শুরুর ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে চিত্রনায়িকা বলেন, আমাদের মধ্যে দূরত্ব ছিল কিন্তু কোনো বিরোধ ছিল না। আমার মা-বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা-বাবা পেয়েছি। স্বামী ছাড়াও সন্তান, শ্বশুর-শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলবো।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *