সংবাদ এশিয়া

পাকিস্তান এয়ারলাইনস বিক্রির প্রক্রিয়া শুরু

ff8df85569c86ec814060347d9f19e56 65fea2ae8fc62
print news

ইত্তেহাদ  নিউজ ডেস্কপাকিস্তানের পতাকাবাহী জাতীয় বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে (পিআইএ) বেসরকারীকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে মেটিস গ্লোবাল এই তথ্য জানিয়েছে।এরই মধ্যে একটি গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে এ লক্ষ্যে। গেজেটে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে একটি গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানি রূপান্তরের রূপরেখাও দেওয়া হয়েছে। তবে এই রূপরেখার বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি প্রতিবেদনে।এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, পাকিস্তান এয়ারলাইনসের বেসরকারীকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা ও বিমান চলাচলমন্ত্রী খাজা আসিফ। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বেসরকারীকরণ মন্ত্রী আলীম খানও এই কমিটির অংশ।অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি দীর্ঘদিন ধরেই মুনাফা করতে পারছে না। নিয়মিত লোকসান গুনতে থাকলেও আগের সরকার এই সংস্থার সংস্কার বা বিক্রির সিদ্ধান্ত নিতে পারেনি। পরে গত বছরের জুনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের আওতায় তৎকালীন সরকার পাকিস্তানের পতাকাবাহী এই প্রতিষ্ঠানকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে।এরই ধারাবাহিকতায় পাকিস্তান এয়ারলাইনস বিক্রির পথে এগিয়ে যাচ্ছে। বর্তমানে পিআইএয়ের দায় ৭৮ হাজার ৫০০ কোটি পাকিস্তানি রুপি বা ২৮১ কোটি ডলার। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত সংস্থাটির লোকসানই হয়েছে ৭১ হাজার ৩০০ কোটি রুপি। কেবল ২০২৩ সালেই সংস্থাটির মোট লোকসান ১১ হাজার ২০০ কোটি রুপি।এসব দায় নিয়েই পাকিস্তান এয়ারলাইনস বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, এই কমিটি চলতি বছরের জুনের মধ্যে পাকিস্তান এয়ারলাইনস বিক্রির বিষয়টি শেষ করবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

 

 

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *