সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা : মাস্টার-ম্যানেজারসহ আটক ৫


ঢাকা প্রতিনিধি : লঞ্চের দড়ি ছিঁড়ে দড়ির আঘাতে পাঁচজনের প্রাণ যাওয়ার ঘটনায় দুই লঞ্চের মাস্টার-ম্যানেজারসহ পাঁচজনকে আটক করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।আটকদের মধ্যে ফারহান-৬ এর তিনজন আর তাসরিফ-৪ এর দুজন।সদরঘাট নৌ থানার ওসি মো আবুল কালাম বলেন, আটকদের মধ্যে দুই লঞ্চের মাস্টার ও ম্যানেজার রয়েছেন। বিআইডব্লিউটিএ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।এর আগে বিকেল ৩টার দিকে সদরঘাটের ১১ নম্বর পন্টুনে এমভি তাসরিফ-৪ লঞ্চের দড়ি ছিঁড়ে ওই
ঘটে। এতে প্রাণ হারান পন্টুনে অবস্থানরত চারযাত্রী ও এক হকার।দুর্ঘটনার পর ধুয়েমুছে স্বাভাবিক করা হয়েছে সদরঘাটের প্লাটুন। এ দুর্ঘটনায় সদরঘাট সাময়িক থমকে গেলেও দেড় ঘণ্টা পরেই শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম।বিকেল সাড়ে ৪টা থেকে ফের চিরচেনা ভিড় দেখা গেছে দেশের প্রধান এ টার্মিনালে।সন্ধ্যা ৬টার দিকে সদরঘাটে দেখা যায়, ঢাকার বাইরে থেকে একের পর এক লঞ্চ এসে ভিড়ছে সদরঘাটে। ঢাকা থেকে লঞ্চ ছেড়েও যাচ্ছে বিভিন্ন গন্তব্যে।তবে দুর্ঘটনায় জড়িত ঢাকা-চরফ্যাশন-বেতুয়া রুটের তাসরিফ-৪ লঞ্চটি অবশ্য আপাতত সদরঘাট ছাড়ছে না।কোস্ট গার্ড সদরঘাটের সদস্য জাবেদ জানালেন, এমভি তাসরিফ-৪ লঞ্চের যাত্রীদের এমভি কর্ণফুলী-১২ লঞ্চে তুলে দেওয়া হচ্ছে।পুলিশ ও নৌ পুলিশ জানিয়েছে, বিকেল ৩টার দিকে তাসরিফ-৪ লঞ্চের দড়িটি ছিঁড়ে গেলে পাঁচজনের মাথায় আঘাত লাগে। তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ পাঁচটি মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।সেখানে কর্মরত ডোম মোহাম্মদ মিলন শেখ জানান, পাঁচজনেরই মৃত্যু হয়েছে মাথায় আঘাত লেগে।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আনোয়ারুল ইসলাম দোলন জানান, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ লঞ্চ দুটি রশি দিয়ে সদরঘাটের পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকে পড়ে। অনুপ্রবেশ করা লঞ্চের ধাক্কা খেয়ে পন্টুনে বেঁধে রাখা এমভি তাসরিফ-৪-এর দড়ি ছিঁড়ে গেলে যাত্রীরা নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়