রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচয়ে মিলন মাহমুদ বাচ্চু বিজয়ী
                                
বরিশাল অফিস :
রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মিলন মাহমুদ বাচ্চু। তিনি ভোট পেয়েছেন ২১ হাজার ৫০ ভোট ।তার নিকটতম প্রার্থী আফরোজা আক্তার লাইজু পেয়েছেন ১৬ হাজার ৮২০ ভোট। এছাড়া সোহাগ পেয়েছেন ১৪ হাজার ৭৮৭ ভোট।
৯ জুন সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৫০টি কেন্দ্র শান্তিপুর্ন পুর্ন পরিবেশে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,১৬৪ বর্গকিলোমিটারের রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভটার সংখ্যা ১,০০,৪৫২ জন ।পুরুষ ভোটার ৫০,৫৫৭ জন ও নারী ভোটার রয়েছে ৪৯,৮৯৫ জন ।
        
        


