বিশেষ সংবাদ

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক হোসনে আরার খুঁটির জোড় কোথায়

image 620948 1669872275
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ফ্ল্যাট কেনার বায়না করেও পুরো টাকা পরিশোধ করেননি কৃষিবিদ হোসনে আরা। সার্ভিস চার্জ ও বিদ্যুৎ বিলসহ কোন ধরণের ইউটিলিটি বিলও পরিশোধ করেন না তিনি। উল্টো গত সাড়ে ৫ বছর ধরে জোরপূর্বক দখলে রেখেছেন কোটি টাকার সেই ফ্ল্যাট। বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ এমনকি মামলা করেও প্রতিকার পাচ্ছেন না প্রকৃত ফ্ল্যাট মালিক। উল্টো নিজেদের ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন হোসনে আরা ও তার স্বামী। ভুক্তভোগী ফ্ল্যাট মালিক মো. আব্বাস উদ্দিন (বিটু)  এমন অভিযোগ করেছেন। জানা গেছে, অভিযুক্ত হোসনে আরা বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তার স্বামী কৃষিবিদ ওবায়দুর রহমান।

হোসনে আরা png

ভুক্তভোগী ফ্ল্যাট মালিক মোঃ আব্বাস উদ্দিন (বিটু)  জানান, তেজগাঁও থানাধীন মনিপুরী পাড়ার ২০/এ বি হোল্ডিংয়ের মাতৃছায়া নামের বহুতল ভবনের অষ্টম তলার সি-৭ নম্বর ফ্ল্যাটটি সব নিয়ম-কানুন মেনে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বরে সাফ কবলা দলিল মূলে ক্রয় করি। ফ্ল্যাটটির নামজারী জমাভাগ সম্পন্ন করে হালসন পর্যন্ত খাজনা পরিশোধ করি। ফ্ল্যাটের বিদ্যুতের মিটারের নাম পরিবর্তন করে ফ্ল্যাটের বিদ্যুৎ বিল, হোল্ডিং ট্যাক্স, সার্ভিস চার্জসহ যাবতীয় অন্যান্য বকেয়া বিলও পরিশোধ করি। এছাড়াও গত বছরের ১৯ জুলাই মাতৃছায়া ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এখনো দায়িত্ব পালন করছি।
তিনি আরও বলেন, আমি ফ্ল্যাটটি কেনার আগে সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন কৃষিবিদ হোসনে আরা। সর্বশেষ ২০২২ সালের ৩ অক্টোবর ফ্ল্যাটটি ছেড়ে যাওয়ার মৌখিকভাবে কথা থাকলেও পরবর্তীতে তিনি ফ্ল্যাটটি নিজের বলে দাবী করেন। তাকে ফ্ল্যাটের বৈধ কাগজপত্র দেখাতে বললে আমাকে ও আমার কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি দেন। এ ঘটনায় হোসনে আরা ও তার স্বামীর বিরুদ্ধে একই বছরের ৬ ডিসেম্বর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। জিডির পর তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া বাড়িয়ে দেন। এরপর পর্যায়ক্রমে থানায় আরও ৬টি জিডি করি। সালিশের মাধ্যমে তাদের স্বামী-স্ত্রীকে বৈধ দলিল হাজির করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে খারাপ আচরণ করেন।

হোসনে আরা 2

মোঃ আব্বাস উদ্দিন (বিটু) আরও বলেন, বিষয়টি নিয়ে হোসনে আরার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ ২৩টি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছি না। পরে বাধ্য হয়ে গত বছরের ২৮ মার্চ হোসনে আরার বিরুদ্ধে অবৈধ দখলদার উচ্ছেদের মামলা করি, যেটি বর্তমানে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে। ভবন ডেভেলপার প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারি মাসে ১১৫৮ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার জন্য ১০ লাখ টাকা দিয়ে বায়না দলিল করেন হোসনে আরা। তখন দলিলে বলা হয়, আগামী ৬ মাসের মধ্যে ফ্ল্যাটের নির্ধারিত বাকি মূল্য অর্থাৎ ৫০ লাখ টাকা পরিশোধ করে ফ্ল্যাটটির রেজিস্ট্রি করে নেবেন। চুক্তিতে আরও উল্লেখ থাকে, যতদিন টাকা পরিশোধ না করবেন, ততদিন ফ্ল্যাটটির ভাড়া পরিশোধ করবেন। কিন্তু ফ্ল্যাটে ওঠার পর থেকে সার্ভিস চার্জ, বিদ্যুৎ বিল, পানির বিল ও সিটি করপোরেশনের ট্যাক্স না দিয়ে পাঁচ বছর ৫ মাস (৬৬) মাস যাবত বসবাস করছেন। সে হিসাবে ভাড়া বাবদ তার কাছে ১৬ লাখ ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। বিষয়টি তার স্বামীকে জানালে তিনিও একই আচরণ করেন। এমনকি ওই দম্পতি ছাদ দখল করে ‘ছাদ কৃষি, কিচেন কম্পোস্ট ও ড্রিপ ইরিগেশন প্রদর্শণী’ নাম দিয়ে কৃষি ব্যাংক থেকে ঋণও নিয়েছেন।

হোসনে আরা 3

ওয়েস্টার্ণ ভিউ ডেভেলপমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সামছুজ্জামান  বলেন, চুক্তিমতো হোসনো আরা পুরো টাকা পরিশোধ না করলে বায়না দলিলের সময় দেওয়া ১০ লাখ টাকা ফেরত নিয়ে ফ্ল্যাটটি বুঝিয়ে দিতে বলা হয়। তখন তিনি ক্ষমতাসীন দলের বিভিন্ন লোকজনের নাম ভাঙ্গিয়ে ভয়ভীতি দেখানো শুরু করেন। পরে মো. আব্বাস উদ্দিন (বিটু) নামে এক ব্যক্তির কাছে ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়া হয়। তিনিই বর্তমানে ফ্ল্যাটের বৈধ মালিক।
অভিযোগের বিষয়ে জানতে হোসনে আরাকে একাধিকবার কল ও এসএমএস করা হলেও তিনি কোন উত্তর দেননি। পরবর্তীতে তার স্বামী ওবায়দুর রহমানের ফোনে কল করা হলে তিনি বলেন, আব্বাস উদ্দিন (বিটু) চিনি না, জানি না। তার সঙ্গে আমাদের কোনও দ্বন্দ্ব নেই। ফ্ল্যাটের বিষয়ে আদালতে মামলা হয়েছে, যা বিচারাধীন রয়েছে। কথা শেষ না করেই লাইন কেটে দেন তিনি।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *