বরিশাল সরকারি মডেল স্কুলের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে বিক্ষোভ


বরিশাল অফিস : বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার নগরীর বাধরোড শিশু পার্কের সামনের সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
পরে সেনবাহিনীর হস্তক্ষেপে সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। এসময় তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের মধ্যে গিয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড. মো. এহতেসাম উল হক ২০২১ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত কর্মরত আছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুচর ছিলেন। যোগদানের পর থেকে সাবেক মেয়রের সাথে সম্পর্কের কারণে বিভিন্ন সময়ে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে চরম দুর্ব্যবহার করেছেন। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এমনকি কোন অভিভাবক অধ্যক্ষের সাথে দেখা করতে গেলে তিনি সহজে দেখা করেন না। কোন কাজে সহযোগিতা করেন না, কোন প্রশ্ন জিজ্ঞাসা করলে দুর্ব্যবহার করেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি সুর পাল্টে আওয়ামী লীগ বিরোধী সাজার অপচেষ্টা করছেন।
এ সময় শিক্ষার্থীরা তাদের ১০ দফা দাবি তুলে ধরে শীঘ্রই ফ্যাসিস্ট সরকারের দোসর, দুর্নীতিবাজ ও নৈতিকতাহীন অধ্যক্ষকে অপসারণ করার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের দাবির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দেন। এর প্রেক্ষিতে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি শেষ করে ক্লাসে ফিরে যায়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।