আল আমিন হত্যা মামলার আসামী: রাজাপুরের আওয়ামীলীগ নেত্রী লাইজু গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ
 
                                
ইত্তেহাদ নিউজ,ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় আল-আমিন হত্যা মামলার আসামী রাজাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আফরোজা আক্তার লাইজু গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজাপুরের সাধারন মানুষ।
আল-আমিন হত্যার ঘটনায় গত ১লা ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আফরোজা আক্তার লাইজুসহ ১৮৭ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন নিহত আল-আমিনের চাচা রহমান মাল।যার মামলা নং-৬৯৫। আদালত মামলাটি আমলে নিয়ে ভাটারা থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহন করার আদেশ প্রদান করেন। আদালত থেকে মামলাটি থানায় পৌছলে ভাটার থানার ওসি এজাহার হিসেবে গ্রহণ করা হয়। (যার এফ আই আর নং-৩২(১২) /২৪)।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ তৎকালীন সরকারের মন্ত্রী-এমপি, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা-কর্মী, জাতীয় পার্টির শীর্ষসারির নেতাদের অভিযুক্ত করা হয়। মামলার এজাহার ভুক্ত আসামী হওয়া সত্ত্বেও আফরোজা আক্তার লাইজু গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।আল আমিন হত্যা মামলায় ৮৩ নং আসামী করা হয়েছে রাজাপুর আওয়ামীলীগের সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজুকে।
তিনি দীর্ঘ সময় রাজাপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রীয় থেকে ব্যাপক ত্রাস চালিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করলেও তাকে রাজাপুর ও ঝালকাঠির কোন মামলায় আসামী করা হয়নি। এতে করে স্বাধীনতা কামী ছাত্র-জনতা ও তার নির্যাতনের শিকার ব্যক্তিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও এই মামলায় তাকে আসামী করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজাপুরবাসী। এরপর থেকেই বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।
আফরোজা আক্তার লাইজু দীর্ঘদিন ধরে স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে ব্যাপক ত্রাস চালিয়েছে এবং রাজনৈতিক ব্যানারে বহুমুখী অপকর্ম করেছেন।পাল্টিয়েছেন নেতাও। প্রথমে সে আমু’র নাম ভাঙিয়ে চললেও পরর্তীতে সাবেক এমপি হারুনের লোক বনে ব্যাপক লুটপাট করেছে।
ভাটারা থানার ওসি মাজহারুল জানিয়েছেন, আদালতের আদেশে মামলাটি এফ আই আর হিসেবে গ্রহন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। শীগ্রই প্রত্যেককে আইনের আওতায় আনতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
 
         
        



 
                         
                            