বাংলাদেশ বরিশাল

বরিশালে বাসি বার্গার বিক্রির দায়ে থ্রি-এস পেস্ট্রিশপকে জরিমানা

print news

বরিশাল অফিসবরিশালে বাসি বার্গার বিক্রির দায়ে থ্রি-এস পেস্ট্রিশপ নামের একটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৪ মার্চ) দুপুরে নগরীর নতুন বাজার রোডের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন, গত সপ্তাহে নগরীর কলেজ অ্যাভিনিউয়ের বাসিন্দা এসএন পলাশ থ্রি-এস পেস্ট্রিশপের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগে তিনি উল্লেখ করেছেন, প্রতিষ্ঠানটি থেকে বার্গার কিনে তিনি প্রতারিত হয়েছেন। তাকে দেওয়া বার্গারটি ৭-৮ দিনের বাসি-পচা ছিল। পরে ওই দোকানে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা মেলে।  ভুক্তভোগী এস এন পলাশ বলেন, এ দোকান থেকে বার্গার কিনে বাসায় নিয়ে দেখতে পাই তা পচা। বার্গার থেকে গন্ধ আসছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ দিয়েছিলাম।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.