বাংলাদেশ ঢাকা

ভাঙ্গা থেকে কুয়াকাটা ছয় লেইনের সড়ক ও মীরগঞ্জে সেতু নির্মান করতে হবে – ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

WhatsApp Image 2025 04 28 at 17.38.49 2920d3dd
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকাবরিশাল বিভাগের দারিদ্রতা দূরীকরন ও অবকাঠামোগত উন্নয়নের দাবীতে নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিদ‍্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এবি পার্টির স্মারকলিপি প্রদান

অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং বিদ‍্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে বরিশাল বিভাগের অবকাঠামোগত উন্নয়নের জন‍্য এবি পার্টির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ।

এসময় তিনি উপদেষ্টাদের কাছে বরিশাল বিভাগের সমস্যা তুলে ধরে বলেন, বরিশাল বিভাগের অবকাঠামো উন্নয়নের ঘাটতি পূরনে পদ্মা সেতুর পরে ভাঙ্গা থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত ছয়/আট লেইনের সড়ক প্রকল্প বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটে বরাদ্দের ব্যবস্থা করা সহ বরিশাল শহর ও বাবুগঞ্জ উপজেলার সাথে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জকে যুক্ত করতে মীরগঞ্জে আড়িয়াল খাঁ/সুগন্ধা নদীর ওপর একটি সেতু অবিলম্বে নির্মানের উদ্যোগ গ্রহণের প্রস্তাব তুলে ধরেন ।

পাশাপাশি তিনি উপদেষ্টাদের কাছে স্থানীয় জনগনকে চাঁদাবাজির হয়রানী থেকে মুক্ত রাখতে ফেরীঘাট যেন ইজারা না দেয়া হয় এবং ঘাটের রক্ষণাবেক্ষণ যেন সুলভমূল‍্যে পেশাদারিত্বের ভিত্তিতে করা হয় সেই বিষয়ে লিখিত দাবীও উপস্থাপন করেন। সেতু হবার পরে মীরগঞ্জের ফেরী সুবিধা বাবুগঞ্জ খেয়াঘাটে দিতে পারলে লক্ষ লক্ষ নাগরিকদের জীবনমান বদলে যাবে উল্লেখ করেন তিনি। বিভাগের সড়ক/মহাসড়কের রাস্তা মেরামতের উদ্যোগ নেবার দাবীও তোলা হয় স্মারকলিপিতে। গ্রামীন জনপদের রাস্তাগুলো যুগ যুগ ধরে ভঙ্গুর অবস্থায় আছে যা নতুন করে বানানো বা মেরামতের উদ্যোগ নিতে হবে। এর বাহিরে বরিশালের বিভাগীয় অর্থনীতির উন্নয়নে পর্যটন ও মৎস শিল্প গড়ে তোলা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল তৈরী, বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরী, অনাদায়ী কৃষি ঋণ মওকুফ করবারও দাবী তোলা হয় দাবীনামাতে।

আলোচনা শেষে উপদেষ্টা মহোদয়গন দরিদ্রতম বিভাগের হিসেবে বরিশালের সমস্যা সমাধানের জন্য এবি পার্টির দাবীকৃত যৌক্তিক প্রস্তাবনাসমূহ আমলে নিয়ে সাধ্যমত বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় সাথে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) গাজী নাসের, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান।

 

সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.