বরিশালে কোরবানির ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল সাড়ে ৭টায়


বরিশাল অফিস : বরিশালে কোরবানির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর বান্দ রোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল সাড়ে ৭টায়। একই সময়ে নগরীর আমতলা মোড়ে বরিশাল জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামায়াত হবে। এ ছাড়া চরমোনাই দরবার শরিফে ঈদের জামাত হবে সকাল ৯টায়। এ জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
জেলার অন্যতম গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামায়াত হবে সকাল ৮টায়।বরিশাল নগরীর উল্লেখযোগ্য গীর্জা মহল্লার জামে কসাই, চকবাজারের জামে এবাদুল্লাহ, সদর রোডের বায়তুল মোকারম, পোর্ট রোডের জামে কেরামতিয়া ও আলেকান্দার ইউছুমদ্দিন জামে মসজিদে দুইটি করে জামাত হবে। এ সব মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত। নগরীতে সর্বশেষ সকাল ১০টায় জামাত হবে জামে এবাদুল্লাহ মসজিদের দ্বিতীয় নামাজে।
জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগর সভাপতি মাওলানা আব্দুল মান্নান বলেন, মহানগরীতে পাঁচ শতাধিক মসজিদে ঈদের জামাত হবে।বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসানউদ্দিন রোমেল বলেন, বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েউদ্দিন ঈদগা ময়দান প্রধান জামাত করার সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। ঝড়-বৃষ্টি হলেও যেন সমস্যা না হয়, সেই ব্যবস্থা করা হয়েছে।
প্রধান জামাতে সিটি প্রশাসক ও বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। ঈদের প্রধান জামাতের ইমামতি করবেন আব্দুল্লাহ আল মামুন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।