ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, তেহরানে বিমানবন্দরে আগুন


বিবিসি: ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে, ইসরায়েল এর কিছু প্রতিহত করেছে বলে দাবি করছে। পাশাপাশি তেহরানেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার প্রথম প্রহরে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে।
ইসরায়েলের তেল আবিব ও জেরুসালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। তেল আবিবের আকাশে কালো ধোঁয়া দেখা গেছে।
ওদিকে, ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নইলে আরও ‘ভয়াবহ হামলার’ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এখনই উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছেন।
এর আগে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনী প্রধান ও রেভ্যুলেশনারি গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।ওই হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলে।
পাশাপাশি ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া দাবি করেছে যে, ইরান ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও এ দাবির সত্যতা যাচাই করা যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের হামলার পর তার দেশকে ধৈর্য ধারণের আহবান জানানাে ‘অযৌক্তিক’।তিনিও তার দেশের পক্ষ থেকে ‘দৃঢ়’ জবাব দেয়ার ওপর জোর দিয়েছেন।
ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র
ইসরায়েলকে লক্ষ্য করে দুই দফায় প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই এ তথ্য দিয়েছেন।তবে, সামাজিক মাধ্যম এক্স এ দেয়া পোস্টে তিনি দাবি করেছেন যে ইরানের ছােড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন।”কয়েকটি ভবনে আঘাত হয়েছে। এগুলো প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ,” বলেছেন তিনি।তবে বিভিন্ন স্থানে হামলায় আহত অন্তত ৪০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এর মধ্যে একজন মারা গেছে বলে খবর দিচ্ছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।
নতুন করে ক্ষেপণাস্ত্র সতর্কতা ইসরায়েলে
আইডিএফ জানিয়েছে, ‘ইরান আবার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে’ এমন সতর্কতা পাওয়ার পর দেশটির বিভিন্ন জায়গায় অ্যালার্ট বা সতর্কতা দেয়া হচ্ছে।”হামলা প্রতিহত করতে এবং হুমকি সম্পূর্ণ নির্মূল করতে ‘যা করা দরকার’ সেটিই করা হচ্ছে” বলে তাদের বিবৃতিতে জানানো হয়েছে।তবে আরেকটি পোস্টে বলা হয়েছে, সুরক্ষিত এলাকায় আশ্রয় নেয়া লোকজন অন্যত্র যেতে পারে।যদিও তাদের কাছাকাছি থাকারই পরামর্শ দেয়া হয়েছে।
আকাশ প্রতিরক্ষা সক্রিয় করেছে ইরান
এদিকে, ইরানের রাজধানী তেহরানের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।বার্তা সংস্থা এএফপি তাদের একজন সংবাদদাতাকে উদ্ধৃত করে মেহরাবাদ বিমানবন্দরে আগুন ও ব্যাপক ধোঁয়ার খবর দিয়েছে।ইরানের মেহর সংবাদ সংস্থা ওই বিমানবন্দরে বিস্ফোরণের তথ্য প্রকাশ করেছে। তবে এই আগুনের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।
নিন্দা করেছে চীন
ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত সংহতি লঙ্ঘনের নিন্দা করেছে চীন।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে দেশটির দূত ফু কং এই নিন্দা জানান।ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় এর নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে বেইজিং মারাত্মক উদ্বিগ্ন বলে তিনি জানিয়েছেন।তিনি বলেছেন পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানের আছে।চীন দীর্ঘদিন ধরেই ইরানের গুরুত্বপূর্ণ সহযোগী, বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে।
ইরানে ইসরায়েলের হামলা
এর আগে শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা হামলার বিষয়টি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেন।হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলেশনারি গার্ড এর কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ বলছে, ইসরায়েলি হামলায় দেশটিতে ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হওয়ার তথ্যও জানানো হয়েছে।ইরানে হামলার পরপরই ‘পাল্টা হামলার শঙ্কায়’ নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার।এদিকে, তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে— এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি।সবশেষ, ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।