ইত্তেহাদ স্পেশাল

ভাবতেই পারছিনা কীভাবে বেঁচে গেলাম,’এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী

7802fc50 b926 442f ab2d f88f128f1be8.jpg
print news

অনলাইন ডেস্ক : এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীর মৃত্যু হলেও অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশোয়াস কুমার রমেশ।লন্ডনগামী বোয়িং ৭৮৭ বিমানের ১১এ আসনে ছিলেন তিনি।হাসপাতালে চিকিৎসাধীন মি. রমেশের সঙ্গে কথা বলেছে ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিডি নিউজ।

ডিডি নিউজকে তিনি বলেছেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না কীভাবে আমি বেঁচে গেমাল।“প্রথমে ভেবেছিলাম আমি মরতে চলেছি। আমি কোনও মতে চোখ খুলি। সিট বেল্ট খুলে বিমান থেকে বের হওয়ার চেষ্টা করি।মি. রমেশ জানান, তিনি বিমানের যে অংশে তার সিট ছিল, সেটি ডাক্তারি পড়ুয়াদের হস্টেল ভবনে আঘাত করেনি। বিমানের ওই অংশ মাটির কাছাকাছি ছিল।“আমার দরজাটি ভেঙে পড়েছিল। একটি ছোট জায়গা দেখতে পাই। সেখান দিয়েই আমি বিমান থেকে নেমে আসার চেষ্টা করি,” বলেন তিনি।মি. রমেশ জানিয়েছেন, চোখের সামনেই বিমানের ক্রু ও সহযাত্রীদের মরতে দেখেছেন তিনি।

বিধ্বস্ত বিমান থেকে বেরিয়ে আসার পর তার হেঁটে যাওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসে। দ্রুত ভাইরাল হয়ে যায় ওই ভিডিও।দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার ওই বিমানের একমাত্র জীবিত যাত্রী জানান, তার বাঁ হাত পুড়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে আহমেদাবাদের সিভিল হাসপাতালে গিয়েছিলেন। সেখানে মি রমেশের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি।

আহমেদাবাদে ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমান থেকে মাত্র একজন যাত্রী কী করে বেঁচে গেলেন, তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিমান পরিবহন বিশেষজ্ঞরা।বিমানটিতে ক্রু সহ ২৪২ জন মানুষ থাকলেও ব্রিটিশ নাগরিক বিশোয়াসকুমার রমেশই একমাত্র জীবিত রয়েছেন।

তবে তার ঠিক পাশের আসনেই বসা তারই ভাই বৃহস্পতিবারের ওই ঘটনায় মারা গেছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছে যুক্তরাজ্যে বসবাসকারী তাদের পরিবার।ক্র্যানফিল্ড ইউনিভার্সিটির বিমান পরিবহন ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক গাই গ্রেটন বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে বলেছেন, “এরকম ঘটনা প্রায় শোনাই যায় নি আগে।তার কথায়, “আধুনিক বিমান এমন ভাবে ডিজাইন করা হয়, যাতে সেটি ক্র্যাশ করলেও প্রত্যেকেরই জীবিত থাকার প্রভূত সুযোগ থাকে।সেজন্যই, “হয় প্রচুর সংখ্যক যাত্রী জীবিত থাকবেন অথবা দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি হবে যে কাউকেই আর জীবিত উদ্ধার করা যাবে না। সেদিক থেকে এটা সত্যিই অস্বাভাবিক ঘটনা,” বলছিলেন মি. গ্রেটন।

তার ধারণা মি. রমেশ যে আসনে বসেছিলেন, বিমান ভেঙ্গে পড়ার পরে সেই ১১এ আসনটি সহ তিনি বাইরে ছিটকিয়ে পড়েছিলেন। তখনও মি. রমেশ আসনেই বসা অবস্থায় ছিলেন সম্ভবত।মি. গ্রেটন বলছেন, এই ব্যক্তিটি ‘অবিশ্বাস্য রকমের ভাগ্যবান’।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.