সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে ইলিশ শিকার


ইত্তেহাদ নিউজ,অনলাইন : সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছেন এক শ্রেণির অসাধু জেলে। শিকার করা মাছ নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে গোপনে বিক্রিও করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যদিও উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ প্রতিদিনই অভিযান চালাচ্ছে, তবু কার্যত থামছে না মাছ শিকার। এমনকি, অভিযানিক দলের ওপর হামলার ঘটনাও ঘটছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মিয়ারচর এলাকার নদীতীরবর্তী কয়েকজন বাসিন্দা জানান, নিষেধাজ্ঞার প্রথম দুই দিন নদীতে জাল ফেলেনি কেউ। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এরপর থেকে দিনে কম, কিন্তু রাতে জেলেরা দল বেঁধে নদীতে নামছে।
তারা আরও জানান, অভিযানের ট্রলার দেখলেই জেলেরা নৌকা ও জাল সরিয়ে সরু খালে আশ্রয় নেয়। দু-একজন জেলে ধরা পড়লেও, জরিমানা দিয়ে আবার নদীতে ফিরে যাচ্ছে তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, ইলিশ শিকার বন্ধে প্রতিদিনই আমাদের অভিযান চলছে। শুক্রবার দুইজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো, ইব্রাহীম জানান, মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানিক দলের ওপর হামলা সত্বেও অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞার শেষদিন পর্যন্ত নদীতে অভিযান চলবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, ইলিশের প্রজনন মৌসুমে প্রতি বছর ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এবারের নিষেধাজ্ঞা ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়কালে মা ইলিশ ডিম ছাড়ে, তাই এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।