অর্থনীতি

জালে উঠল ৯৬ মণ ইলিশ

64da2d507cf0c
print news

পটুয়াখালী কলাপাড়ার মহিপুরে এক জেলের জালে ধরা পড়েছে ৯৬ মণ ইলিশ। এসব মাছ প্রায় ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মৎস্য বন্দর মহিপুরের ফয়সাল ফিস আড়তে মাছগুলো নিলামে বিক্রি করা হয়।

মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, নোয়াখালীর মিজান মাঝির জালে এ মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। ৯৬ মণ ইলিশ বিক্রি হয়েছে ৩৯ লাখ ৭০ হাজার টাকায়। তবে অন্যান্য জেলের জালে তেমন বেশি মাছ ধরা পড়ছে না। অনেক জেলের সাগরে যাওয়া-আসা কিংবা বাজার খরচও উঠছে না।

মিজান মাঝি বলেন, ‘এফবি ভাই ভাই নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে পাঁচ দিন আগে নোয়াখালীর সামরাজ থেকে গভীর সাগরে যাই। কয়েক দিন জাল ফেলার পরও জালে মেলেনি কোনো মাছ। সোমবার পায়রা বন্দরের শেষ বয়ার দিকে সাগরে জাল ফেলার পর একটানে ধরা পড়ে ৯৬ মণ ইলিশ। ৩৯ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয় মাছগুলো। এত ইলিশ পাওয়ায় অনেক খুশি আমি।‘

তিনি আরও বলেন, ‘এফবি ভাই ভাই ট্রলারের মালিক আমি নিজেই। ৬৫ দিনের নিষেধাজ্ঞায় অনেক ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছি। মাছ বিক্রির টাকায় আগের ধার শোধ করতে পারব।’

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বর্তমানে ইলিশের মৌসুম চলছে। শুধু মিজান নয়, আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সব জেলের জালেই ধরা পড়বে ইলিশ।’

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *