স্বাস্থ্য

ইউটিউব দেখে স্ত্রীর প্রসব করিয়ে সন্তান পেলেন যুবক, তবে স্ত্রীর মৃত্যুতে গেলেন জেলে

1692887379 new project 2023 08 24t195848 366
print news

লোগানায়কি নামে মহিলার প্রসবের সময়ই মৃত্যু হয়। স্বামী ইউটিউব দেখে প্রসব করাতে গিয়েই হল বিপত্তি। শিশুটিকে কি বাঁচানো গেল?
ইউটিউব দেখে প্রসব করতে গিয়ে হল বিপত্তি।

ইউটিউব দেখে স্ত্রীর প্রসব করাতে গিয়ে হল বিপত্তি। প্রাণ গেল মহিলার। ২৭ বছর বয়সি লোগানায়কি নামে সেই মহিলার প্রসব করানোর সময় তাঁর স্বামী নাড়ি ঠিক ভাবে কাটতে পারছিলেন না। সেই ভুলেরই মাসুল দিতে হল মহিলাকে। সেই সময়ই অনেক রক্তক্ষরণ হয়ে যায় তাঁর। পরিস্থিতি সামলাতে না পেরে পরে মহিলাকে প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। লোগানায়কি ছিলেন তামিলনাড়ুর পোচামপল্লির কাছে পুলিয়ামপট্টির বাসিন্দা। মায়ের প্রাণ গেলেও জীবিত রয়েছে শিশু। আপাতত সে নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি।

পুলিশ মহিলার স্বামী মহেশের বিরুদ্ধে ১৭৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছে। আপাতত মহেশকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সত্য প্রমাণিত হলে মহেশকে গ্রেফতার করবে পুলিশ।ইউটিউব এখন সকলের মুশকিল আসানের হাতিয়ার।

নতুন কিছু শিখতে গেলেই ইউটিউবে ভরসা রাখেন আট থেকে ৮০ সকলেই। নাচ, গান, সেলাই, রান্নাবান্না সব ক্ষেত্রেই মুশকিল আসান করতে পারে ইউটিউব। তবে চিকিৎসার মতো গুরুতর বিষয় ইউটিউবের উপর ভরসা না করে চিকিৎসকদের উপর ভরসা না রাখলে এমন করুণ পরিণতি এড়ানো সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *