শের-ই বাংলা মেডিকেল কলেজের লেডিস হোস্টেলে ছাত্রলীগ কর্তৃক এক ছাত্রীকে র্যাগিং


শের-ই বাংলা মেডিকেল কলেজের লেডিস হোস্টেলে ছাত্রলীগ কর্তৃক এক ছাত্রীকে ২ ঘন্টা এক কক্ষে আটকে রেখে র্যাগিং ও র্যাগিং এর সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
এক যুক্ত বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক বিজন সিকদার ও সদস্য সচিব সুজন আহমেদ গত ২৩ আগস্ট রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ছাত্রীকে ছাত্রলীগ নেতৃবৃন্দ কর্তৃক র্যাগিংসহ মানসিক নির্যাতন ও আজ ২৬শে আগস্ট অধ্যক্ষর উপস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, শের-ই বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভা ও সহ-সম্পাদক জুঁই মিলে এক শিক্ষার্থীকে গত ২৩ আগস্ট রাতে ২ ঘন্টা যাবত রুমে আটকে রেখে র্যাগিংয়ের নামে মানসিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে শিক্ষার্থী অজ্ঞান হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থ ও নির্যাতিত শিক্ষার্থী যাতে কোনো অভিযোগ না করেন সেজন্য ছাত্রলীগের নেতৃবৃন্দ কর্তৃক উপর্যুপরি ঐ ছাত্রীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনার প্রেক্ষিতে আজ ২৬শে আগস্ট চ্যানেল টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক মুশফিক সৌরভ এবং সময় টেলিভিশনের শাকিল মাহমুদসহ দায়িত্বরত ক্যামেরাপার্সনরা সংবাদ সংগ্রহে যায় এবং শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষের উপস্থিতিতেই সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালায়।
নেতৃবৃন্দ বলেন, শের-ই বাংলা মেডিকেল কলেজের এই ঘটনা বিছিন্ন কোন ঘটনা নয়। ছাত্রলীগ তার সন্ত্রাসী রাজত্ব আজ প্রতিটি বিশ্ববিদ্যালয়/কলেজের হল গুলোতে কায়েম করেছে। গেস্টরুম-গণরুমে শারীরিক-মানসিক নির্যাতন এখন তাদের নিত্যদিনের কর্মসূচি। একজন ছাত্রীকে র্যাগিং করে হাসপাতালে ভর্তি করেই ছাত্রলীগ ক্ষান্ত হয়নি, উপরন্তু সেই ঘটনার সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা গেলে তাদের উপর অধ্যক্ষের উপস্থিতিতে হামলা চালানোর ঔদ্ধত্য দেখিয়েছে। নেতৃবৃন্দ র্যাগিং এর সংবাদ সংগ্রহ করতে গেলে অধ্যক্ষের উপস্থিতিতে সংবাদকর্মীদের উপর হামলার নিন্দা জানান। নেতৃবৃন্দ অবিলম্বে শের-ই বাংলা মেডিকেল কলেজের ছাত্রী নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।