সাফল্য পেতে ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ উঠতি নায়িকারূপী পরীমণি!


‘বাবা’র আশীর্বাদ পেলেই ভাগ্য বদলে যায়। এ কারণে বিভিন্ন অঙ্গনের মানুষ ছুটে যায় তার পদধূলি নিতে। রাজনীতিবিদসহ অনেকেই বাবার সুদৃষ্টি পেতে তার দরবারে হাজির হয়। নায়িকা পরীমণিও রয়েছেন তালিকায়। সাফল্য পেতে একপর্যায়ে পাফ ড্যাডির সঙ্গে ঘনিষ্ঠ হতে হয় তাকে।
তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটি মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র গল্প। এতে উঠতি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পরী। নাম ভূমিকায় আছেন অভিনেতা আজাদ আবুল কালাম। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি মাধ্যমে মুক্তি পাবে এ সিরিজ।
এদিকে প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রকাশ পেয়েছে ‘পাফ ড্যাডি’র ট্রেলার। সেখানে পাফ ড্যাডি আজাদ আবুল কালাম এবং রাজনৈতিক সজলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে টিনা রূপী পরীমণিকে।
সিরিজটি নির্মাণ করেছেন সহিদ উন নবী। তিনি বলেন, “প্রতিটি মানুষের জীবনে একটা ফাদার ফিগার বা বস থাকে। তাদের আমরা ‘বাবা’ বলি। সাফল্য পাওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয়। কেউ মন থেকে সহযোগিতা করে, আবার কেউ নিজের সুবিধার জন্য করে। মানুষের জীবনে সেই বাবাদের প্রভাব নিয়েই পাফ ড্যাডির গল্প।’’
‘পাফ ড্যাডি’তে পরীমণি, আজাদ আবুল কালাম ও সজল ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ।
এদিকে ট্রেলার দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা। অনেকে আবার গল্পের সঙ্গে পরীর বাস্তব জীবনের মিল খুঁজে পেয়েছেন। ‘বাস্তব জীবনের সঙ্গে পরীমণির ক্যারেক্টারের মিল রেখে পরিচালক কী বুঝিয়েছেন!’ এক দর্শক মন্তব্য করেছেন। অন্য একজন লিখেছেন, ‘পরিচালক আসলেই একটা জিনিস, বাস্তব পরীমণির চরিত্র তুলে ধরার জন্য’।